বিনোদন
বিশ্বকবিকে নিয়ে গাইলেন জিন্নাহ খান
স্টাফ রিপোর্টার
৮ মে ২০২৫, বৃহস্পতিবার
বিশ্বকবি রবীন্দ্র্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে গান গাইলেন সংগীতশিল্পী জিন্নাহ খান। ‘তোমার সোনার তরী’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন অনুরূপ আইচ। সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’-এর ইউটিউব চ্যানেলে। জিন্নাহ খান বলেন, আমার গানে বাণিজ্যকে প্রাধান্য দিই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশনাল কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে গানটি গাইলাম।