ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

‘শিরক’ আখ্যা দিয়ে মাদারীপুরে শতবর্ষী বটগাছ কর্তন

মাদারীপুর প্রতিনিধি
৭ মে ২০২৫, বুধবার
mzamin

মাদারীপুরে একটি শতবর্ষী বটগাছকে ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলার ঘটনা ঘটেছে। এই ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর দেশ জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এই গাছটি কেটে ফেলায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গাছটি দেখতে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। গাছটি কাটার সঙ্গে জড়িতরা গাঢাকা দিয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরার কান্দি গ্রামের কুমার নদের পাশে স্থানীয় হান্নান হাওলাদার ও সাত্তার হাওলাদারের মালিকানাধীন একটি বাগানের মধ্যে শত বছরের একটি বটগাছ ছিল। গত কয়েক বছর ধরে গাছটিকে ঘিরে স্থানীয়রা নানা কর্মকাণ্ড করে আসছিলেন। স্থানীয় মুসলমান ও হিন্দু উভয় ধর্মের কিছু মানুষ মনের বাসনা পূরণ, রোগ বালাই  থেকে মুক্তিসহ নানা বিষয় নিয়ে মানত করতেন। গাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি জ্বালাতেন। পাশাপাশি নতুন গামছা, কাপড়, মিষ্টিসহ নানা জিনিসপত্র রেখে যেতেন। সমপ্রতি বৈশাখকে ঘিরে এই বটগাছের নিচে মেলা ও বাউল গানের আয়োজন করেন স্থানীয়রা। এতে করে  চোখে পড়ে স্থানীয় কয়েকজনের। তারা বাধা দিলে আর সেখানে  বৈশাখের এই আয়োজন হয় না। তবে মানতের বিষয়টি চলতে থাকে। পরে স্থানীয় কয়েকজন আলেম ও জনতা মিলে সোমবার সকালে গাছ কাটা শুরু করেন। সারাদিন তারা গাছটি কাটেন। গাছটির প্রায় অংশ কেটে  ফেলা হয়েছে। এখন বটগাছটির গোড়ার সামান্য অংশ কাটা বাকি আছে। স্থানীয়দের দাবি এই গাছটির মালিক মাত্র পনের শ’ টাকায় গাছ বিক্রি করে দেন।

স্থানীয় বাসিন্দা শারমিন  বেগম বলেন, আমি বিয়ের পর প্রায় ৩০ বছর ধরে এই গাছটি দেখে আসছি। কিন্তু সামান্য এই অজুহাত দিয়ে গাছটি কেটে ফেলা ঠিক হয়নি। এই গাছ কাটা বন্ধ করার জন্য অন্য ব্যবস্থা নিতে পারতো। কিন্তু শতবছর বয়সী গাছটি কাটা ঠিক হয়নি। স্থানীয় মো. মাহবুব হোসেন বলেন, গাছ আমাদের অনেক উপকারে আসে। নদী পার হয়ে এখানে বটের ছায়ায় অনেক মানুষ বিশ্রাম নিতো। পাপ ও শিরকের অজুহাত দিয়ে গাছটি কাটা ঠিক হয়নি। তবে এগুলো বন্ধের জন্য অন্য ব্যবস্থা নিতে পারতেন। মাদারীপুর বনবিভাগের জেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি আমরা জানি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপারটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত  দেন, সেইভাবে পরবর্তী কাজ করা হবে। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, গাছের একটি অংশ কেটে ফেলা হয়েছে। তবে গাছটি এখনো জীবিত আছে। আমরা গাছটি বাঁচিয়ে রাখার পদক্ষেপ নেবো। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে ঘটনার পর থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং গাছের মালিক উভয় পক্ষ গাঢাকা দিয়েছেন। তাই তাদের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

গাছটি ব্যক্তিমালিকানাধীন। তিনি রাখবেন না কেটে ফেলবেন এটা একান্তই তার মতামত। এটা নিয়ে পানি ঘোলা করার কোন কারণ দেখছি না

Shahidul
৭ মে ২০২৫, বুধবার, ৫:৫২ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status