ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

জনকণ্ঠের ঘটনায় শিশিরের সংশ্লিষ্টতা ব্যাখ্যা চাইলো এনসিপি

স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার

দলীয় নেতাকর্মীদের নিয়ে দৈনিক জনকণ্ঠের আন্দোলনকারী গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন শিশিরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশিরের ‘সংশ্লিষ্টতা দৃশ্যমান হয়েছে’ উল্লেখ করে ব্যাখ্যা চেয়েছে এনসিপি’র শৃঙ্খলা কমিটি। বেশ কিছুদিন ধরে জনকণ্ঠে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ও কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা নিয়ে অস্থিরতা চলছে। এমন অবস্থায় গত রোববার রাতে তারা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পত্রিকাটির প্ল্যানিং অ্যাডভাইজার ও এনসিপি নেতা শিশিরকে অবরুদ্ধ করা হয়। কিছুদিন আগে তিনি এ দায়িত্ব পান। 

এ ঘটনায় শিশির তার দলীয় নেতাকর্মীদের সহায়তা চান। তারা জনকণ্ঠ অফিসে গিয়ে ভেতরে ঢুকতে চান। বাধা পেয়ে বিক্ষোভকারীদের সঙ্গে উচ্চবাচ্য করেন। একপর্যায়ে এনসিপি’র নেতাকর্মীরা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দমনে সক্রিয় হন। কয়েকজন বিক্ষোভকারীকে মারধর করেন বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া বেশ কয়েকজনকে হেনস্তা করেন। বিক্ষোভ দমাতে জনকণ্ঠের বার্তা কক্ষেও প্রবেশ করেন এনসিপি নেতাকর্মীরা। ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে আসলেও ভেতরে প্রবেশ করেনি। তারা নিচে অবস্থান নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক জনকণ্ঠের একজন সাংবাদিক বলেন, শিশির ও এনসিপি’র আরেক নেতা আরিফুজ্জামান তুহিনের নেতৃত্বে জনকণ্ঠ অফিসে হামলা হয়। হামলায় এনসিপি’র ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। এ সময় প্রত্যেকের হাতে কাঠের ফালি ছিল। প্রথমে তারা নিউজ রুমে প্রবেশ করে জনকণ্ঠের একাধিক সাংবাদিককে মারধর করেন। অফিস ভাঙচুর করেন। বকেয়া বেতন চেয়ে অবস্থান নেয়া একজনকে ৫ তলা থেকে পেটাতে পেটাতে ৭ তলায় নিয়ে জোরপূর্বক রিজাইন নেয়া হয় বলে অভিযোগ এসেছে। শিশিরকে কারণ দর্শানোর চিঠি দেয়ার কথা মানবজমিনকে নিশ্চিত করেছেন এনসিপি’র দপ্তরের দায়িত্ব পালন করা যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। 

এনসিপি’র শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিনের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘বিগত ৪ঠা মে দৈনিক জনকণ্ঠ পত্রিকা অফিসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের গোচরে এসেছে। উক্ত ঘটনায় আপনার সংশ্লিষ্টতা জাতীয় নাগরিক পার্টির কাছে দৃশ্যমান হয়েছে। এ ব্যাপারে আপনার ব্যক্তিগত অবস্থান, সংশ্লিষ্টতা ও সেই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির পরিচয় ব্যবহারের বিষয়ে আপনার বক্তব্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে পেশ করার জন্য অনুরোধ করা হলো।’

যদিও জয়নুল আবেদীন শিশির তার নেতাকর্মীদের দ্বারা মারধরের ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, এখানে কিছু ‘র’ (ভারতীয় গোয়েন্দা সংস্থা) এজেন্ট ও জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টের দোসর ছিল। তাদের দীর্ঘদিন থেকেই রিজাইন দিতে বলা হচ্ছে। ইতিমধ্যে তাদের সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল হয়েছে। কিন্তু তারা সেটি না করায় অব্যাহতি দেয়া হয়। এরপর তারা বিশৃঙ্খলা করে। আমাকেসহ আমার সহকর্মীদের অবরুদ্ধ করে। বিদ্যুৎ বন্ধ করে দেয়। পানির লাইনও বন্ধ করতে চায় বহিরাগতদের নিয়ে। তখন আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এসেছিলেন। তারা দলীয় পরিচয়ে আসেননি। কাউকে মারধরের ঘটনা ঘটেনি। জানতে চাইলে এনসিপি’র শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন মানবজমিনকে বলেন, এ ঘটনায় আমাদের শৃঙ্খলা কমিটি কাজ করছে। আমরা জানি তিনি সেখানে চাকরি করেন। অভ্যন্তরীণ কী ঘটেছিল তা নিয়ে আমরা কাজ করছি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status