দেশ বিদেশ
ই-ক্যাব নির্বাচন আসিফসহ অংশ নিচ্ছেন ৩৬ জন
অর্থনৈতিক রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবারই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ই-ক্যাব) ২০২৫-২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১শে মে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬জন প্রার্থী, যাদের মধ্যে ২৭জনই নতুন মুখ। প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‘স্বপ্ন নয়, পরিকল্পনাই শক্তি’- এমন স্ল্লোগান সামনে রেখে এ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ উদ্যোক্তা আসিফ মাহমুদ। তিনি বলেন, স্বপ্ন নয়, পরিকল্পনা দিয়েই শক্তিকে কাজে লাগাতে চাই। নির্বাচনী ইশতেহার নিয়ে আসিফ মাহমুদ বলেন, আমি এমন একটি ই-কমার্স পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তারা নিশ্চিন্তে ব্যবসা চালাতে পারবেন আর ক্রেতারা পাবেন নিরাপদ ও স্বচ্ছ সেবা। আসিফ মাহমুদ জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিনিমালের মার্কেটিং বিভাগের প্রধান ও পরিচালকদের একজন। মিনিমালের যাত্রা শুরু হয়েছিল কাস্টমাইজড ফার্নিচারের একটি ফেসবুক পেজ থেকে, সেখান থেকেই আসিফ জড়িয়ে পড়েন ডিজিটাল কমার্সের সঙ্গে। ই-ক্যাবের মোট ৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তরফদার সোহেল রহমান।