দেশ বিদেশ
বেরোবি’র ২ সহকারী রেজিস্ট্রার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৯ মে ২০২৫, শুক্রবারজুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর গণেশপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭১ জনের নাম উল্লেখ করে মামলা করলে বিশ্ববিদ্যালয়ের ডেসপাস শাখার সহকারী রেজিস্ট্রার মোক্তারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহ আলম সরদার।
উল্লেখ্য, বুধবার বিকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর-রশীদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে তাজহাট থানায় মামলা দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১১, ১৫ ও ১৬ জুলাই আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় আসামিরা।
এতে করে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও জীবননিরাপত্তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়।