দেশ বিদেশ
‘জাহাজবাড়ীতে জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যা
শহিদুল হক সহ ৩ জনকে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি
স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবারঢাকার কল্যাণপুরের জাহাজবাড়ীতে ৯ তরুণ হত্যার ঘটনায় ‘জঙ্গি নাটক’ সাজানোর অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক ৩ শীর্ষ কর্মকর্তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদের এ অনুমতি দেয়া হয়েছে। গতকাল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দিয়ে সময় আবেদন করে প্রসিকিউশন। সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৪ই জুলাই এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে দিন ধার্য করে দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
সাবেক আইজিপি একেএম শহিদুল হকের পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া অন্য ২ জন হলেন- ডিএমপি’র সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা। চলতি মাসের ২৫, ২৭ ও ২৯শে মে তদন্ত সংস্থা এ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করবে।
শুনানি শেষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন তরুণ ছেলেদের বেআইনিভাবে আটক করে কল্যাণপুরের জাহাজবাড়ী নামক একটি ভবনে রাখা হয়। অতঃপর জানানো হয় এই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে। পরে আইনশৃক্ষলা বাহিনী রেড দিয়ে সরাসরি গুলি করে এই ভবনে থাকা তরুণদের হত্যা করে। সেদিন ৯ জনকে হত্যা করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এ অভিযোগ দায়েরের পর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রাথমিক সত্যতা পেয়েছে।
তামিম বলেন, শুধু এই ঘটনাই নয়, বাংলাদেশের বহু স্থানে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদের হত্যা করা হয়েছে। ইসলামফোবিয়া প্রতিষ্ঠিত করে ভীতিকর অবস্থা সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সে সময় কোনো যুবক হঠাৎ করে নামাজ পড়া শুরু করলে কিংবা কোনো ইসলামী বই পাওয়া গেলে এগুলোকে জঙ্গি বই হিসেবে দেখা হতো। তিনি বলেন, এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়। এ আবদেনের প্রেক্ষিতে তৎকালীন আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপি’র সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও, তদন্ত সংস্থার সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আরও ২ মাসের সময় দিয়ে আগামী ১৪ই জুলাই এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য করেছে।
এছাড়াও তদন্তে অগ্রগতির জন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৫, ২৭ ও ২৯শে মে তদন্ত সংস্থা তত্ত্ব্বাবধানে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে গত ৯ই এপ্রিল প্রথম দফায় এই ৩ সাবেক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। সেই অনুযায়ী ২০, ২১ ও ২২শে এপ্রিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আসামিদের জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গিয়েছিল- তদন্ত সংস্থা এখনো প্রতিবেদন আকারে প্রসিকিউশনে জমা না দেয়ার কারণে সে ব্যাপারে কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর তামিম। তদন্তে এমন কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, যার ভিত্তিতে তাদের আবারো জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।