দেশ বিদেশ
ডুয়েট অ্যালামনাই’র আহ্বায়ক সালাম সদস্য সচিব মিলন
স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবারঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, এ্যাবের সাবেক সহ-সভাপতি, দুবাই কমিউনিটির অন্যতম সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খানকে আহ্বায়ক এবং ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও এফ আর খান হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন মিলনকে সদস্য সচিব করে ডুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সহসাই, সকল ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে করণীয় বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।