দেশ বিদেশ
ডাকসু নির্বাচন
আগামী সপ্তাহেই হতে পারে নির্বাচন কমিশন ঘোষণা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবারপথনকশা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) দিকে এগিয়ে চলেছে ঢাবি প্রশাসন। চলতি মাসের মে মাসের মাঝামাঝি সময়ে গঠন করার কথা নির্বাচন কমিশন। সবশেষ তথ্যমতে নির্বাচন কমিশন গঠিত হতে পারে আগামী সপ্তাহেই। নির্বাচন কমিশন গঠিত হলে নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানেই সকল কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। তফসিল ঘোষণা, আচরণবিধি ও নির্বাচন পরিচালনা করা অবধি সবকিছুই এই কমিশনের কাজ। এপ্রিলের ১৫ তারিখ রোডম্যাপ বা পথনকশা প্রকাশ করে ঢাবি প্রশাসন। আলোচনা চলছে কমিশনের গঠনপ্রণালী, প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারদের বিষয়ে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. সায়মা হক বিদিশা জানান, আমরা কাজ করছি, সাধারণত ফরম্যাটটা হলো একজন প্রধান রিটার্নিং অফিসার থাকেন। তার সঙ্গে আরও পাঁচজন রিটার্নিং অফিসার থাকেন। হলগুলোতেও একজন করে থাকেন। এ বিষয়ে আমরা বেশ কিছু নাম চিন্তাভাবনা করছি, তাদের এভিলেবিলিটি এবং নির্বাচনের যে চাপ সেটি গ্রহণের সক্ষমতা এগুলো আমরা বিবেচনায় রাখছি।
সবকিছু ঠিক থাকলে আমরা আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করতে পারবো।