ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ঢাকায় বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ গ্রেপ্তার ৯

স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার

বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন ও এক সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন, পল্লবী থানা যুবলীগের সহ-সভাপতি কাজী মো. সারোয়ার জাহান মিঠু, যাত্রাবাড়ী ৬৩ নম্বর সাবেক ওয়ার্ড কমিশনার মো. শফিকুল ইসলাম দিলু, শাহআলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রধানীয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, বংশাল থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. এমরান গোলদার, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরিত্র নন্দী।
ডিবি সূত্রের বরাত দিয়ে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানীর একাধিক স্থান  থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ডিবি-ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর ইন্দিরা রোড এলাকায় অভিযান পরিচালনা করে রাত পৌনে ১২টায় আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে। একই দিন বিকাল ৪টায় রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে কাজী সারোয়ার জাহান মিঠুনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দুটি হত্যা মামলা রয়েছে। 
ডিবি সূত্রে তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমণ্ডি এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুল ইসলাম দিলুকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। একই দিন সকাল ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে  মোহাম্মদ তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত ১০টায় ভিকারুননেসা নূন স্কুলের সামনে থেকে ইসমাইল হোসেন প্রধানীয়াকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় মোখলেছুর রহমানকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। 
এর আগে সোমবার দুপুর ২টায় রাজধানীর বংশাল এলাকা থেকে  মো. এমরান গোলদারকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। রাত ১১টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে  মোহাম্মদ তানভীর আহমেদ অন্তুকে গ্রেপ্তার করে। একই দিন ডিবি-সাইবার বিভাগের একটি দল রাজধানীর দারুসসালাম থানাধীন শিমুলতলা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে রাত সোয়া ২টায় অরিত্র নন্দীকে গ্রেপ্তার করে। 
ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীলতা করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status