দেশ বিদেশ
আগামী সপ্তাহে কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হবে- ডিজি এনআইডি
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবারআগামী সপ্তাহে কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এনআইডি’র ডিজি বলেন, আমরা অস্ট্রেলিয়াতে প্রবাসী ভোটার নিবন্ধন চালু করেছি। সেখানে নিয়মিত ভোটার হচ্ছে। এখন ৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে। তখন ৯টা দেশ হবে। অন্যান্য দেশের দূতাবাসগুলোতে জায়গা স্বল্পতার কারণে প্রবাসীদের ভোটার নিবন্ধন চালু করা যাচ্ছে না। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মাধ্যমে বিশ্বের ৪০টি দেশে এনআইডি সেবা কার্যক্রম এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। গত কয়েক মাসে সাত-আটটি দেশে করতে পারলে ভালো হতো। এ মাসের শেষ নাগাদ আরেকটু অগ্রগতি হবে বলে আশা করি। আমেরিকায় এখনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। পেলে কাজ শুরু করতে পারবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মাসের মধ্যে এনআইডি নিয়ে সেমিনার হবে। গণমাধ্যম প্রতিনিধি এই সেমিনারে রাখা হবে। এ ছাড়া সুধীজন, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রয়োজনে রাজনৈতিক দলের প্রতিনিধিও রাখা হবে। তিনি বলেন, সারা দেশে পাঁচশ’র বেশি ডাবল এনআইডি রয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এএসএম হুমায়ুন কবীর বলেন, কমিশন ও সচিবালয় মিলে দ্রুত সেবা দিতে চাই। আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমরা দায়িত্ব বণ্টন করছি। সচিবালয়ের কর্মকর্তাদের ক্ষমতা পুনর্বণ্টনের কথাও জানান ডিজি। তিনি বলেন, আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরির ক্ষমতা দেয়া হয়েছে। কেউ কেউ ঠিকমতো ক্যাটাগরি করছে, কেউ করছে না। আমরা নিয়মিত মনিটরিং করছি। রোহিঙ্গা প্রসঙ্গে ডিজি জানান, তাদের বিষয়ে ডেটাবেজে গত সপ্তাহে নির্বাচন কমিশনকে দেয়ার কথা ছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তর মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই তথ্য আমাদের কাছেই থাকবে। তিনি বলেন, যেখান থেকেই হোক, তথ্যটা পেলেই আমরা খুশি। রোহিঙ্গা ও বিদেশিদের আমরা আমাদের ডেটাবেজে প্রবেশ করতে দেবো না।