ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

মানবজমিন ডেস্ক
৪ মে ২০২৫, রবিবার

ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছেই। পাল্টাপাল্টি যুদ্ধ প্রস্তুতি আর শক্তি প্রদর্শন এখনো চালিয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশ। গতকালও বড় আকারের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। যে সময়ে এই পরীক্ষা চালানো হলো, তাকে স্বাভাবিকভাবে দেখা যায় না। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এই পরীক্ষা চালানো মানে পাকিস্তান দেখিয়ে দিচ্ছে তার হাতে পারমাণবিক অস্ত্র আছে। তবে একইসঙ্গে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চায় পাকিস্তান। পক্ষান্তরে পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। তারা আবারো শক্তির জানান দিয়েছে। দেশটির নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন ও একটি হেলিকপ্টারের ছবি পোস্ট করেছে। তারপর একে ‘নৌবাহিনীর শক্তির ত্রিশূল’ হিসেবে আখ্যায়িত করেছে। পাশাপাশি পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। ওদিকে কাশ্মীরের পেহেলগাম হামলায় জড়িতদের ছয়জন চেন্নাই থেকে বিমানে করে পালিয়ে শ্রীলঙ্কায় চলে গেছে- এমন সংবাদের ভিত্তিতে শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে বড় আকারে তল্লাশি অভিযান চালিয়েছে ভারত। এই অভিযান চালানো হয় শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফ্লাইট ইউএল১২২’তে। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুরের দিকে এই অভিযান শুরু হয়। এর আগে শ্রীলঙ্কা কর্তৃপক্ষকে ভারত সতর্ক করে যে, পেহেলগাম হামলার সন্দেহভাজনরা ওই ফ্লাইটে আছে।

ট্রাম্পের হস্তক্ষেপ চায় পাকিস্তান 
যেকোনো দুঃসাহস বা ভুলের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই এই দুই দেশের উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। এ সময় তিনি ভারতের প্রতিক্রিয়াকে বিপজ্জনকভাবে অপরিপক্ব ও উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ একটি প্রতিবেশী চাই। ফক্স নিউজ ডিজিটালের কাছে রাষ্ট্রদূত এ অঞ্চলকে পারমাণবিক সংঘর্ষময় স্থান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধর এই দু’টি দেশের মধ্যে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা সমাধানে ভূমিকা পালন করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন, আংশিক নয় বরং মূল সমস্যা কাশ্মীর নিয়ে বিরোধের বিষয়ে তার সরকারের দৃষ্টি দেয়া খুবই গুরুত্বপূর্ণ। রিজওয়ান সাঈদ শেখ বলেন, হামলার কয়েক মিনিটের মধ্যে দায় পাকিস্তানের কাঁধে চাপানো শুরু করেছে ভারত। ঘটনা ঘটার মাত্র ১০ মিনিটের মধ্যে এর তদন্ত রিপোর্ট বের করে ফেলেছে তারা। অথচ ঘটনাস্থল দুর্গম। সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। রাষ্ট্রদূত আরও বলেন, এই অঞ্চলের ১৫০ কোটি মানুষকে আরও একবার ভারত সরকার ও মিডিয়া জিম্মি করে রেখেছে। তারা ঘটনার পর পরই যুদ্ধের দামামা বাজানো শুরু করেছে।

পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করলো ভারত 
পেহেলগাম সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান থেকে সকল আমদানি নিষিদ্ধ করলো ভারত। দেশটির সরকারের তরফ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও বলা হয়, পাকিস্তান থেকে ট্রানজিটে আসা সকল পণ্যের ক্ষেত্রে ওই সিদ্ধান্ত প্রযোজ্য। এ  খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাকিস্তানে উৎপাদিত ও দেশটি থেকে আমদানি করা হয় এমন সকল পণ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমদানিতে নিষেধাজ্ঞা জারি থাকবে। এর ব্যতিক্রম করতে হলে সেক্ষেত্রে ভারত সরকারের পূর্ব অনুমোদন নিতে হবে। ২২শে এপ্রিল  পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেয়া হয়। ওই হামলায় একজন নেপালি পর্যটকসহ নিহত হন ২৬ জন। এদিকে হামলার জন্য শুরু থেকে পাকিস্তানকে দায়ী করে এসেছে ভারত। তবে নয়া দিল্লির এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এছাড়া হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পাকিস্তান।

সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান
সফলভাবে ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি ক্ষেপণাস্ত্রের’ সফল পরীক্ষা করেছে পাকিস্তান। বলা হয়েছে, সেনাবাহিনীর চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা করা হয়েছে। এর মধ্যদিয়ে এই ক্ষেপণাস্ত্র অপারেশনে প্রস্তুত কিনা এবং প্রযুক্তিগত দিক দিয়ে সক্ষম কিনা তা মূল্যায়ন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিলোমিটার। অপারেশনে প্রস্তুত কিনা এমন পরীক্ষা- যার নাম- ইনডুস, তার অধীনে এই পরীক্ষা চালানো হয়। সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন এবং পাকিস্তানের কৌশলগত বিজ্ঞানী সম্প্রদায়ের সিনিয়র কর্মকর্তারা এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন। আইএসপিআরের মতে, সুনির্দিষ্ট টার্গেট এবং স্থিতিশীল ফ্লাইট পারফরম্যান্স প্রদর্শন করা হয়েছে এই অস্ত্র ব্যবস্থায়। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, পাকিস্তান সেনাবাহিনীর প্রধানগণ এ কাজে জড়িতদের অভিনন্দন জানিয়েছেন। তারা দেশের প্রতিরোধ ক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। এ প্রজেক্টে জড়িত সব প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রশংসা করেছেন তারা। 

আবারো শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী
আবারো শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী। তারা এক্সে একটি পোস্টে একটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন ও একটি হেলিকপ্টারের ছবি পোস্ট করেছে। এগুলোকে ‘নৌবাহিনীর শক্তির ত্রিশূল’ বলে আখ্যায়িত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগে বলা হয়েছিল, আরব সাগরে মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী। তারা টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মহড়া দিয়েছে। এর মধ্যদিয়ে পাকিস্তানকে ভয় দেখানো হচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। শনিবার এক্সে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা, ধ্রুব এডভান্সড লাইট হেলিকপ্টার এবং একটি স্কোরপিনে সিরিজের সাবমেরিন। নৌবাহিনী তার ক্যাপশনে লিখেছে- নৌবাহিনীর শক্তির ত্রিশূল- উপরে, নিচে এবং ঢেউ বরাবর। এনডিটিভি লিখেছে, এই ছবি এখন ভাইরাল হয়েছে। তবে যেহেতু ধ্রুব হেলিকপ্টার বর্তমানে গ্রাউন্ডেড আছে ফলে এ ছবিটি আগের বলে মনে হচ্ছে। 

নিরাপত্তা পরিষদে দেয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত: পাকিস্তান 
কাশ্মীর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছে না ভারত। বৃটেনে নিয়োজিত পাকিস্তানের হাই কমিশনার ড. মোহাম্মদ ফয়সাল বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন অনুযায়ী বিরোধপূর্ণ এলাকায় (জম্মু-কাশ্মীর) গণভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায়নি। বিদেশি একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আসুন জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করি। কাশ্মীর একটি বিরোধপূর্ণ ভূখণ্ড, এটা মেনে নেয়ার মধ্যেই আছে সমাধান। এ সমস্যার সমাধান করতে হবে দ্বিপক্ষীয় চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশনের অধীনে। তিনি আরও জোর দিয়ে বলেন, পেহেলগাম সম্পর্কে কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়া ভারত যে অভিযোগ করছে, তা ডাহা মিথ্যা। তিনি আরও বলেন, এরই মধ্যে পেহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে। কারা ওই হামলা চালিয়েছে তা বের করার জন্য যৌথভাবে তদন্ত করতে পারে পাকিস্তান। তিনি বলেন, যেকোনোরকম সন্ত্রাসের নিন্দা জানায় পাকিস্তান। এমনিতেই তার দেশকে সন্ত্রাসের কারণে অনেক মূল্য দিতে হয়েছে। রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় ৯ লাখ সেনা আছে। পাকিস্তানের প্রতি ভারত যুদ্ধংদেহী। আমরা উত্তেজনা চাই না। ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীদের বদলে ফেলা যায় না। আমাদেরকে একসঙ্গে বসবাস করতে হবে। আলোচনার মাধ্যমে সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।

‘অন্যায়ভাবে আটক পাকিস্তানিদের এনকাউন্টারে দিতে পারে ভারত’
অন্যায়ভাবে আটক পাকিস্তানি বন্দিদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার চালানোর পরিকল্পনা করছে ভারত। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ভারতে বেশকিছু পাকিস্তানি নাগরিক আটক আছেন। তাদেরকে ব্যবহার করে ভারতের এমন পরিকল্পনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ওই সূত্রগুলো। তারা বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে যথাযথ প্রক্রিয়ার বাইরে বর্তমানে কমপক্ষে ৫৬ জন পাকিস্তানি বন্দি আছেন ভারতে। বিভিন্ন জেলে তাদেরকে রাখা হয়ে থাকতে পারে। তাদেরকে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নিয়ে সেখানে হত্যা করা হতে পারে। সূত্র বলেছেন, এরপর তাদেরকে মিলিট্যান্ট হিসেবে দেখানোর চেষ্টা হতে পারে। বলা হতে পারে, সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা। এর মধ্যদিয়ে তারা আন্তঃসীমান্ত আগ্রাসনের ধারণাকে যথার্থতা দিতে পারে। একইসঙ্গে পাকিস্তানবিরোধী বক্তব্যকে জোরালো করতে পারে। ওই নিরাপত্তা সূত্রগুলো বলেছেন, ভারতের মিডিয়াগুলো ওই হত্যাকাণ্ডের বা তার পরের ফুটেজ ও ছবি পেতে পারে। দেখানো হতে পারে নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আটক ব্যক্তিদেরকে পাকিস্তানবিরোধী বিবৃতি দিতে অথবা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতে পারে। 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status