অনলাইন
করোনায় আরও দুই জনের মৃত্যু,শনাক্ত ২১৮
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১২ আগস্ট ২০২২, শুক্রবার, ৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১২ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল একজন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২১৮ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ২১৪ জন। ২১৪ জনের মধ্যে রাজধানীতেই ১৩০ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১২ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৮ হাজার ৫০০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৮টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ এবং ১ নারী মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭১১ জন এবং নারী ১০ হাজার ৬০১ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন রাজশাহী বিভাগে, ১ জন চট্ট্রগ্রাম বিভাগের বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৩০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী শনাক্ত হয়েছন।