খেলা
রোনালদোর বয়স নিয়ে রিয়াল সভাপতির খোঁচা
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১২ আগস্ট ২০২২, শুক্রবার, ২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১২ পূর্বাহ্ন

বয়সটাকে শুধু সংখ্যার হিসেবেই আটকে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টারকে ভিড়িয়েও আশাহত হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে রেড ডেভিলদের সর্বোচ্চ গোলদাতা সিআরসেভেন। সমর্থকদের ভোটে ক্লাবের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন সুপার ফিট রন। তবুও চল্লিশ প্রায় রোনালদোকে বুড়িয়ে যাওয়ার খোঁচা দিলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
গত মৌসুমে নতুন স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনালদো। তবে নিজে ফর্মে থাকলেও ব্যর্থ হয় তার দল। শিরোপাহীন মৌসুমে চ্যাম্পিয়নস লীগের টিকিটও পায়নি রেড ডেভিলরা। যেকারণে নতুন মৌসুমে ক্লাব বদলের প্রচেষ্টা চালিয়েছেন রোনালদো। চেলসি, পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে নাম জড়িয়ে হয়েছেন খবরের শিরোনাম। এমনকি রিয়াল মাদ্রিদে ফেরারও গুঞ্জন ছড়ায়।
উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। হেলসিংকিতে রিয়াল মাদ্রিদ যে হোটেলে ছিল, সেখানে ক্লাবটির ভক্তরাও ছিলেন। রিয়াল সভাপতি পেরেজকে হোটেলে দেখে তারা রোনালদোর বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে পেরেজ বলেন, ‘কে? ক্রিস্টিয়ানো? আবারও? তার বয়স তো ৩৮ বছর।’ রিয়াল সভাপতি যে রোনালদোর বয়সের পরিমাপে তার ফর্ম বিচার করছেন তা বলা বাহুল্য।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]