অনলাইন
ডুমুরিয়ায় একবছরে ৭৬ জনের আত্মহত্যা!
সুমন ব্রহ্ম, ডুমুরিয়া (খুলনা) থেকে
(১ বছর আগে) ১২ আগস্ট ২০২২, শুক্রবার, ১১:৪১ পূর্বাহ্ন
ডুমুরিয়ায় একের পর এক ঘটছে আত্মহত্যার ঘটনা। গত এক বছরে আত্মহত্যার ঘটনা ঘটেছে ৭৬ জনের। উদ্বেগজনক হারে আত্মহত্যার ঘটনা বাড়লেও নেই কোন প্রতিকার।
তথ্য নিলে জানা যায়, গত এক বছরে উপজেলাতে মোট আত্মহত্যার ঘটনা ঘটেছে ৭৬ জনের। এর মধ্য থেকে ৯ বছরের শিশু থেকে শুরু করে ৯৪ বছরের বৃদ্ধও রয়েছেন। শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে ২৬ জন, যুবক ২১ জন। মধ্যবয়সী থেকে বৃদ্ধর মধ্যে ২৯ জন আত্মহত্যা করেছে। এরমধ্যে শিশু, কিশোরী, নারী ৪০, কিশোর ও পুরুষ ৩৬ জন। এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে যুবক ও উঠতি বয়সের কিশোর কিশোরীদের সংখ্যাই বেশি। কখনও কখনও চিরকুট লিখে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার মত ঘটনা ঘটেছে।
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন প্রজন্মের প্রেম ঘটিত ব্যাপার আবেগ ভাবাপন্ন বা অন্য কোন সমস্যার জন্য মোটিভেশন খুবই জরুরি। সেটা পরিবার, স্কুল, কলেজ বিশ^বিদ্যালয়, জেলা বা উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের মাধ্যমেও হতে পারে। মোবাইল ফোন ইন্টারনেট এগুলো বেশি ব্যবহার না করে তার পরিবর্তে খেলাধুলার প্রতি মনোনিবেশ করানো, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি পরিবারে ধর্মীয় অনুশাসন চর্চা করলেও সেক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নিতে গেলে অনেকটা চিন্তা করবে। অর্থাৎ তাদের সুচিন্তা করার মত মানসিক পরিবর্তন আনতে হবে।
সেক্ষেত্রে শিক্ষক, ডাক্তার সুশীল সমাজের লোকদেরকে এগিয়ে আসতে হবে। এছাড়াও যদি সরকারিভাবে বা বেসরকারি কোন সংস্থার পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে কাজ করে তবেই এটা কমানো সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]