অনলাইন
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের বৈঠক
গণতন্ত্র, নারী অধিকার ও নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা
স্টাফ রিপোর্টার
(১১ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের জানান, ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াত ইসলামের ভবিষ্যৎ সম্পর্ক, গণতন্ত্র এবং নারীর অধিকার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা জানতে চেয়েছেন নারী অধিকার ও সংখ্যালঘুদের নিয়ে জামায়াতের অবস্থান কী? আমরা তাদের স্পষ্ট করে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি এবং আশা করছি তারা সন্তুষ্ট হয়েছেন।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে এবং ভোটকেন্দ্রের প্রতিটি বুথে সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়াও ইউরোপীয় দেশগুলোর জন্য বাংলাদেশে একটি আলাদা গার্মেন্টস জোন স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন তারা।
নারী অধিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব দিয়েছে, যার আমরা বিরোধিতা করেছি। জামায়াত একমাত্র দল যেখানে মহিলা সংসদ সদস্য রয়েছেন এবং দলের ৪৩ শতাংশ সদস্যই নারী।
সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে তিনি বলেন, আমরা কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, বিশেষ করে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই সুপারিশকে আমরা সমর্থন করছি।
পাঠকের মতামত
তোমরা রাজাকার। বাংলাদেশের স্বাধীনতা/সার্বভৌমত্ব/গণতান্ত্র/সংস্কার/নির্বাচন/বিচার এসব নিয়ে কথা বলা তোমাদের জন্য বেদাত । এসব কথা তোমরা বইলোনা।আল্লাহ গুনাহ দিবে!