ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ইউএস ওপেনে অনিশ্চিত ওসাকা

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, শুক্রবার
mzamin

ইনজুরির কারণে টরন্টো মাস্টার্সের প্রথম রাউন্ড থেকে নাম প্রত্যাহার করেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা। আসন্ন ইউএস ওপেনেও তার খেলা অনিশ্চিত। গতকাল কানাডায় প্রথম রাউন্ডের ম্যাচে নাম প্রত্যাহারের সময় এস্তোনিয়ার কাইয়া কানেপির বিপক্ষে ওসাকা ৭-৬ (৭/৪), ৩-০ গেমে পিছিয়ে ছিলেন। গত সপ্তাহে ওয়াশিংটন ওপেনের রানারআপ কানেপির বিপক্ষে নাম প্রত্যাহারের আগে ৭১ মিনিট কোর্টে ছিলেন জাপানের শীর্ষ তারকা ওসাকা। এ সময় কানেপি তিনটি ব্রেক পয়েন্ট অর্জন করেন। ইনজুরির মাত্রা বেড়ে যাওয়ায় আর খেলা সম্ভব হয়নি ওসাকার। এ সময় তিনি বলেন, ‘ম্যাচের শুরু থেকেই পিঠে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কিন্তু তারপরেও জোর করে খেলেছি। ভালো খেলার জন্য কানেপিকে অভিনন্দন। টুর্নামেন্টের বাকি সময়টার জন্য তার প্রতি শুভকামনা রইলো।’ গত এপ্রিলে মিয়ামি ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়নটেকের কাছে হারের পর খেলা ৬ ম্যাচে ওসাকা জিতেছেন মাত্র দুটিতে। এর আগে ইউএস ওপেনে ৫ বছর আগে একবার দেখা হয়েছিল কানেপি ও ওসাকার। ঐ ম্যাচে জিতেছিলেন কানেপি। ক্যারিয়ারে দু’বার ইউএস ওপেন জিতেছেন নাওমি ওসাকা। জাপানি তারকা ২০১৮তে প্রথমবার গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ নেন ইউএস ওপেনেই।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status