বাংলারজমিন
জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, শুক্রবারসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিদ্যুতের লো-ভোল্টেজ সংকট নিরসনে বিদ্যুৎ বিভাগের উদ্যাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের উদ্যাগে অবৈধভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ার সময় উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের লেবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে গাড়ি চার্জিং এ ব্যবহৃত সরঞ্জামাদি এবং ব্যাটারি, চার্জার, সকেটবোর্ড, সার্ভিস তার, বৈদ্যুতিক মিটার ইত্যাদি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই লাখ সাত হাজার ছয়শ’ চল্লিশ টাকা ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ আদালতে বিদ্যুৎ আইনের মামলা দায়ের করা হয়েছে। রতিয়ারপাড়া, নারিকেল তলা সুবিদপুর, রানীগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক সংযোগে অবৈধভাবে সংযুক্ত ব্যাটারিচালিত ইজিবাইক অটোরিকশার ব্যবহার বন্ধ করতে অভিযান চালানো হয়। অভিযানে সুবিদপুর এলাকায় অননুমোদিতভাবে আবাসিক সংযোগের বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশে ইজিবাইক চার্জ দেওয়ায় আরও তিনজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদের নেতৃতে উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল ও পরাগ হায়দার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]