খেলা
সিলেট টেস্ট হারের দায় নিলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১১ অপরাহ্ন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনটা অপরাজিত থেকে শেষ করেন নাজমুল হোসেন শান্ত। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। টাইগার অধিনায়ক টিকে থাকলে বড় পুঁজি গড়া যাবে, এই আশায় বুক বাঁধেন ভক্ত-সমর্থকেরা। তবে দিনের দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির বাউন্সারের ফাঁদে পা দিয়ে আউট হলেন শান্ত। এই আউটেই যেন পাল্টে গেল চিত্র। শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট ২৫৫ রানে। জিম্বাবুয়ে পেলো ১৭৪ রানের লক্ষ্য এবং ম্যাচ জিতে নিলো ৩ উইকেটে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হারের দায়টা নিজের কাঁধেই নিলেন শান্ত।
এই আউটেই যে ম্যাচটা এক প্রকার হাত থেকে বেরিয়ে গেছে সেটি অকপটেই স্বীকার করলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘ম্যাচটা আমি হারিয়ে দিয়েছি সত্যি কথা। সকালে ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো তাহলে ২২০ বা এর বেশি রান হলে কিন্তু আমরা ভালো অবস্থানে থাকতাম। (হারের) পুরো দায়ভার আমি নিতে চাই। খুব বাজে সময়ে আউট হয়েছি।’