অনলাইন
কুয়েটের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন

ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তারা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পদত্যাগপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় জানায়, পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দু’টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে ভিসির দায়িত্ব অর্পণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর থেকে তারা উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন।
পাঠকের মতামত
Teachers are under students now
যেসব বেয়াদব শিক্ষার্র্থী শিক্ষকের সাথে অসাধাচরণ করেছে তাদেরকে এবার দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হোক।
যেই লোক প্ল্যাগিয়ারিজমের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন, সেই লোকের আত্মমর্যাদা বলে কিছু নাই। একটা সুযোগ পেয়েছিলেন নিজেকে সম্মানিত করার। কিন্তু কয়লা ধুইলে ময়লা যায় না। এরকম 'গাভী বিত্তান্ত' মার্কা ভিসির দরকার নাই।
অনেকে সম্মানকে বড় মনে করেন। আবার অনেকে আর্থিক সুবিধাকেই বড় মনে করেন। ভালো মানুষের মৃত্যু নেই।
ভিসি প্রভিসি পদত্যাগ খুবই খারাপ নজির স্থাপন করা হলো। এতে করে ভবিষ্যতে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি এই ধরনের পদে আসতে নিরুৎসাহিত হবেন।