ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

মধ্যরাতেই শীর্ষ পাক কূটনীতিককে তলব করলো ভারত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারিচকে বুধবার মধ্যরাতেই তলব করেছে ভারত। তার হাতে পাকিস্তান হাইকমিশনের তিন সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণার নোট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারত।

এই তিন উপদেষ্টা হলেন, প্রতিরক্ষা ও সেনা উপদেষ্টা ব্রিগেডিয়ার মুদাসসির সাঈদ, বিমান উপদেষ্টা গ্রুপ ক্যাপ্টেন তাহির মাহমুদ আঞ্জুম ও নৌ উপদেষ্টা ক্যাপ্টেন রমিজ নিয়াজ। এদের ৫ সহযোগীদেরও বহিষ্কার করা হয়েছে। তাদের সকলকে ১মের মধ্যে দেশে ফেরত যাওয়ার কথা জানানো হয়েছে। উভয় দেশের হাইকমিশনের মর্যাদাও হ্রাস করা হয়েছে। হাইকমিশনের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভারতও অনুরূপভাবে ইসলামাবাদে ভারতের হাইকমিশন থেকে সামরিক উপদেষ্টা ও তাদের সহযোগীদের সরিয়ে নিয়ে আসছে। কমিয়ে ফেলছে কর্মী সংখ্যা।

পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভারতের নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

পরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি সাংবাদিকদের জানান। দুই দেশের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজের দেশে ফিরব যেতে বলা হয়েছে। পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল করেছে ভারত। আগে যে ভিসাগুলো দেয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে।

ভিসার মাধ্যমে যেসব পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলে জানানো হয়েছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেন। যত দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বন্ধ করে দেয়া হয় আট্টারি-ওয়াঘা সীমান্ত।

পাঠকের মতামত

নরেন্দ্র মোদীর নাটক ছাড়া এটা আর কিছুই না। আর জনপ্রিয়তা কমে গেছে বিধায় তার পোষা কোত্তা দ্বারা এই হামলা পরিচালনা করা হয়েছে।

Sohel Ahmed
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৪ অপরাহ্ন

এটা মোদির ষড়যন্ত্র। অজুহাত খাড়া করে, ইসরায়েল এর মত মুসলমানদের মারতে চায়।

ফখর উদ্দিন
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:১২ অপরাহ্ন

এই হামলা অমিত - দোভাল প্রযোজিত এবং মোদি পরিচালিত সেরা পাতানো নাটকের একটি । যুদ্ধ করতে চান ? এটা সমাধানের পথ নয় । পাকিস্তানের বেলুচ প্রদেশে টিটীপি দ্বারা এমন হামলা হরদম চালাচ্ছেন আপনারা । এই নীরিহ মানুষ দের মেরে ভোট বাক্স ভরতে চান ? আমরা এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই ।

zakiul Islam
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৯ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status