ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

চীনাদের জন্য আরও পাঁচ বছর ভিসামুক্ত সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত মালয়েশিয়ার

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(২ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫১ অপরাহ্ন

চীনাদের জন্য আরও পাঁচ বছর ভিসামুক্ত সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। শুধু তাই নয়, পরবর্তীতে এই সুবিধা আরও পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরের সময় স্বাক্ষরিত ৩১টি সমঝোতা স্মারকের (এমওইউ) মধ্যে এই চুক্তিটিও অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রী বলেন, ‘২০২৩ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভিসানীতি উদার করার ঘোষণা করেছিলেন এবং আমরা এটিকে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে চালু করেছিলাম। সেই সময় আমরা ৩০ দিনের ভিসামুক্ত থাকার সময় বাড়িয়ে ৯০ দিন করেছিলাম। আমরা চীনকেও একই সুবিধা দেয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তখন তারা আমাদের কেবল ১৫ দিনের সুবিধা দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এরপর, মন্ত্রণালয়কে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয় এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক সফরে ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’

নতুন এই সিদ্ধান্তের ফলে চীনা পর্যটকরা এখন মালয়েশিয়ায় প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন। এর পাশাপাশি চীনও মালয়েশিয়ার নাগরিকদের জন্য একই সুবিধা প্রদান করবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, মালয়েশিয়ায় আসা বিদেশি পর্যটকদের মধ্যে চীনের নাগরিকরাই একটি বড় অংশ। এ বছর প্রায় দশ লাখ চীনা পর্যটক ইতিমধ্যেই মালয়েশিয়া ভ্রমণ করেছেন। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ।

সাইফুদ্দিন নাসুশন আরো বলেন, ‘পরীক্ষামূলক সময়কালে আমরা দেখেছি যে, পর্যটন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আমাদের অর্থনীতিতে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলেছে। পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, একজন পর্যটক গড়ে প্রায় ৭ হাজার রিঙ্গিত খরচ করে থাকেন।’

উল্লেখ্য, বর্তমানে মালয়েশিয়ার নাগরিকরা চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভিসামুক্তভাবে চীন ভ্রমণ করতে পারছেন এবং চীনা নাগরিকরা আগামী বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় একই সুবিধা পাচ্ছেন। এই ভিসা অব্যাহতি মালয়েশিয়া ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রদান করা হয়েছিল। নতুন ঘোষণা এই সুবিধাকে আরও দীর্ঘস্থায়ী করবে, যা দুই দেশের মধ্যে পর্যটন এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status