খেলা
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:৪৮ অপরাহ্ন

মে মাসের মাঝামাঝি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে যাওয়ার পথে দুবাইতে ট্রানজিট নেয়ার কথা বাংলাদেশ দলের। তবে এই সফরের পথে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বোর্ড একমত হলেই সিরিজটি আলোর মুখ দেখবে। ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট। বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটের তাই এশিয়া কাপও ২০ ওভারের ফরম্যাটেই হবে। ফলে এই দু’টি টুর্নামেন্টের আগে একাধিক টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা আছে বাংলাদেশর। এরই সুবাদে মে মাসের মাঝামাঝি পাকিস্তান সফরে যাওয়ার আগেই আরও কয়েকটি টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। আরব আমিরাতে সিরিজ চূড়ান্ত হলে সেখানে খেলেই পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ দল। পাকিস্তান সফরে ৫ ম্যাচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও খসড়া সূচি অনুযায়ী আগামী ২৬শে মার্চ থেকে ৪ঠা জুন পর্যন্ত চলবে এই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের ভেন্যু হতে পারে ফয়সালাবাদ ও লাহোর। যদিও সিরিজটি আগে ছিল ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ড ৩ ওয়ানডে বাদ দিয়ে দু’টি টি-টোয়েন্টি নতুন করে যোগ করেছে সিরিজটিতে। এই সিরিজের পর আবার জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। যেখানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দুই দল।