ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৫০০ এলইডি লাইট বিতরণ

নরসিংদী প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৯:৫৪ অপরাহ্ন

mzamin

নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর ব্যতিক্রমী উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে এলইডি এনার্জি স্যাভিং লাইট বিতরণ করা হয়েছে।  গত ১৭ এপ্রিল ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ আকাশ মেগাচ্ছন্ন হয়ে কাল বৈশাখী ঝড় শুরু হয় এবং বিদ্যুৎ চলে যায়। পরীক্ষা হলে অন্ধকার নেমে আসে ও পরীক্ষার্থীদের উত্তরপত্র লিখতে সমস্যা হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার কয়েকটি কেন্দ্রে আলোক স্বল্পতা দেখতে পান। পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি গিয়ে দেখেন পরীক্ষার্থীরা মোমবাতির আলোতে কষ্টকরে পরীক্ষা দিচ্ছেন। তিনি আধুনিক যুগে মোমবাতি জ্বালিয়ে কষ্ট করে পরীক্ষা দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক মনে করেন। 
তাই তিনি পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন আলো সরবরাহের জন্য নরসিংদী সদর উপজেলা ১৫টি  কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রের প্রায় ২৫০ টি কক্ষে প্রতি কক্ষে ২টি করে ৫শত এলইডি এনার্জি স্যাভিং ও রিচার্জ লাইট সরবরাহ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মন্দী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন নাজির,পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমান, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) সুকুমার চন্দ্র কর, মাধবদী সতীপ্রসন্ন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকারসহ শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status