বাংলারজমিন
কক্সবাজারে যুবলীগের প্রচার সম্পাদক যোগ দিলেন জামায়াতে!
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২১ এপ্রিল ২০২৫, সোমবার
কক্সবাজারে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী যুবলীগের পদ থেকে পদত্যাগ করেছেন এক যুবলীগ নেতা। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেয়ার ঘোষণাও দিয়েছেন। তবে যুবলীগ ছেড়ে জামায়াতে যোগদানের ঘোষণা দিলেও তার ফেসবুক প্রোফাইলে এখনো শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছে। যুবলীগ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেয়া নেতার নাম শাহ্ নেওয়াজ চৌধুরী। তিনি ঈদগাঁও জালালাবাদ ইউনিয়নের বাসিন্দা। শাহ নেওয়াজ কক্সবাজার সদর উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদে ছিলেন।
শাহ নেওয়াজ চৌধুরী তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, জামায়াত ও শিবিরের সুনাম করে যত দিন বাঁচবেন ততো দিন জামায়াতের সঙ্গে থাকবেন মর্মে এই দলে যোগ দেন। জানা যায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে ছিল শাহ নেওয়াজ। শোনা যায়, পুলিশি আটক থেকে বাঁচতে বিদেশও পালিয়ে নিজেকে আড়াল করেন তিনি। শাহ নেওয়াজ তার ফেসবুকে লিখেন, ‘কক্সবাজার সদর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করলাম। শুভ কামনা রইলো সবার জন্য। যতদিন বাঁচবো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হয়ে থাকবো।
এর ৫ ঘণ্টা পর আরেক পোস্টে শাহ নেওয়াজ লিখেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হওয়াতে গালি দিতে পারছি না। এই সংগঠনের সমর্থক হলে গালি দেয়া যায় না। খারাপ কোনো কাজে নিজেকে জড়ানো যায় না। মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যায় না। আশা করি সবাই সংযত আচরণ করবেন।