বাংলারজমিন
তোফায়েল পুত্র বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে ১২ কোটি টাকার মামলা দুদকের
ভোলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, সোমবারসাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের পুত্র ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ফারজানা বিনতিকে আসামি করে ১২ কোটি টাকার দুর্নীতির মামলা করেছে দুদক। দুদকের সমন্বিত কার্যালয় বরিশাল এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ১৭.০৪.২৫ তারিখের স্বাক্ষরিত মামলাটি গতকাল কোর্টে প্রেরণ করা হয়।
দুদকের বরিশাল অঞ্চল সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ১৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই মামলায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে বলেও জানান দুদকের সমন্বিত বরিশাল অঞ্চল কার্যালয়। মইনুল হোসেন বিপ্লব আওয়ামী সরকারের ১৫ বছর সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পুত্র পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি ও নানা অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া বিপ্লবের স্ত্রী সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাজাহান কামালের মেয়ে। তিনি শ্বশুরের ক্ষমতা ছাড়াও বাবার ক্ষমতা ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।