ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

স্বর্ণের দাম বছরে বেড়েছে ৫০ হাজার টাকা

মো. আল আমিন
২১ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমেই বাড়ছে। সেইসঙ্গে বাংলাদেশেও পাল্লা দিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতুটির দাম, ভাঙছে রেকর্ডের পর রেকর্ড। সবশেষ গত শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়িয়েছে দেশের স্বর্ণের দাম নির্ধারণ করা সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। অথচ এক বছর আগে এই সময়ে একই মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম প্রায় ৫০ হাজার টাকা বাড়িয়েছে বাজুস। আর পাঁচ বছরের ব্যবধানে তা বেড়েছে ৯১ হাজার টাকারও বেশি। 
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালের জানুয়ারির শুরুতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। ২০২০ সালের শুরুতে সাড়ে ১১ হাজার টাকা বেড়ে হয় ৫৯ হাজার ১৯৫ টাকা। পরের বছর ২০২১ সালের মে মাসে এই মানের স্বর্ণের দাম ১৪ হাজার টাকা বেড়ে ৭৩ হাজার ৪৮৩ টাকায় ঠেকে। অন্যদিকে, ২০২২ সালের এই সময়ে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৭৮ হাজার ৮৪৯ টাকা। ২০২৩ সালের এই সময়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। আর এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালে একই মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। হিসাব করে দেখা গেছে, গত সাত বছরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ লাখ ১৭ হাজার ৭৮২ টাকা।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী: আন্তর্জাতিক বাজারেও রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গতকাল প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩০৫ ডলার ৬৫ সেন্টে বিক্রি হয়েছে। এক বছর আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৩৯০ ডলার ৩৫ সেন্ট। অর্থাৎ বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৯১৫ ডলার ৩ সেন্ট। অন্যদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৯ সালের ২৪শে এপ্রিল প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ২৭১ ডলার ৬৫ সেন্ট, ২০২০ সালের ১৬ই এপ্রিল ১ হাজার ৭২৯ ডলার ৫০ সেন্ট, ২০২১ সালের ১৯শে এপ্রিল ১ হাজার ৭৭৪ ডলার ৫০ সেন্ট, ২০২২ সালের ২০শে এপ্রিল ১ হাজার ৯৪৯ ডলার ৫৫ সেন্ট এবং ২০২৩ সালের ১৭ই এপ্রিল ১ হাজার ৯৯৫ ডলার ৫৫ সেন্ট। হিসাব করে দেখা গেছে, গত সাত বছরে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৩৪ ডলার। এদিকে, গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, বিশ্ববাজারে গতকাল স্বর্ণের দাম সামান্য কমেছে। সেই পরিমাণ এক ডলারের কম। তাতে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৩১৫ ডলারে নেমে এসেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য বলছে, গত এক মাসে স্বর্ণের দাম বেড়েছে আউন্সপ্রতি ২৭৯ ডলার। আর এক বছরের ব্যবধানে বেড়েছে ৯২৬ ডলার।

স্বর্ণের দাম উঠতে পারে ৩,৭০০ ডলারে: ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে বিশ্ববাজারে যেভাবে স্বর্ণের দাম বাড়ছে, তাতে চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলারে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান মার্কস। তারা বলছে, স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬৫০ ডলার থেকে ৩ হাজার ৯৫০ ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ও স্বর্ণভিত্তিক ইটিএফ তহবিলে বিনিয়োগ বাড়বে- এই অনুমানের ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। অন্যদিকে, মন্দা হলে বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৮০ ডলারে উঠতে পারে। গত শুক্রবার এই নোটে এই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। গোল্ডম্যান স্যাক্স আরও বলেছে, এ পরিস্থিতিতে নীতিগত অনিশ্চয়তা দূর হলে স্বর্ণের ইটিএফে বিনিয়োগ পূর্বাভাস অনুযায়ী হবে। অর্থাৎ নির্ধারিত সুদভিত্তিক ইটিএফেও বিনিয়োগ হবে। সেই বাস্তবতায় স্বর্ণের দাম অতটা বাড়বে না বলেই মনে করছে গোল্ডম্যান স্যাক্স। তখন স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status