খেলা
‘ব্যাটিং ভালো হচ্ছে না’ মানছেন শান্ত
স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
২০ এপ্রিল ২০২৫, রবিবার
শেষ ৬ ম্যাচে দলীয় চারশ’ ছাড়িয়েছে মাত্র এক ইনিংসে। এর মধ্যে ৩শ’ ছোয়া ইনিংস মাত্রই ৩টি। এক থেকে দুইশ’র ইনিংস ৮টি। গেল তিন বছরে এসেছে টেস্টে ১৩টি সেঞ্চুরি। তাও মাত্র ৬ জন ব্যাটারের ব্যাট থেকে। এমন নয় যে আগের ব্যাটিংটাও বেশ আহামরি। দুই যুগের দলের ১১০ হারের বেশির ভাগই ব্যাটিং ব্যর্থতায়। নয়া অধিনায়ক নাজমুল হোসেন নাজমুল হোসেন শান্তও মানছেন ব্যাটিং ভালো হচ্ছে না। সরাসরি স্বীকারও করে নিলেন সংবাদ সম্মেলনে। সেই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ম্যাচের আগে জানিয়ে দিলেন তারা নতুন টেস্ট যুগের সূচনা করতে চান। তার কথকোপথনের মূল অংশ তুলে ধরা হলো-
দলের ব্যাটিং নিয়ে চিন্তা?
শান্ত: ব্যাটিং ভালো হচ্ছে না এটা তো সত্য বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকিয়ে যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি অবশ্যই এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিকভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছি যে ভুলগুলা অতীতে হয়েছে। সো আমি ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে ভাবে শুরু হচ্ছে এ বছরের যেহেতু প্রথম টেস্ট আমাদের আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করব যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবেন।
বছরের প্রথম টেস্ট কতটা গুরুত্বপূর্ণ?
শান্ত: ‘খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয় এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি গত বছর থেকে আমরা শুরু করি আমার মনে হয় যে গত বছর আমরা চারটা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই ১২ টা টেস্টের মধ্যে এবং চারটা ম্যাচে বড় দলের এগেনস্ট এবং ওই গত বছর থেকেই যে আমরা কীভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং নতুন আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কীভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই তার একটা প্ল্যান আছে এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করব যে সামনে এ বছর যেই পাঁচটা ছয়টা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।
প্রস্ততি নিয়ে কতটা সন্তুষ্ট?
শান্ত: আমার মনে হয় যে প্রিপারেশন খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেটগুলা বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ঐ ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করবো যে ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোমতো প্রিপারেশন নিতে পেরেছি। ঢাকা প্রিমিয়ার লীগ শেষ করে এসেছে। বাট তারপরেও আমাদের হাতে ছয়-সাত দিন সময় ছিল। এই ছয় সাত দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হচ্ছে।
টপ অর্ডার ব্যাটিং নিয়ে একটা কনসার্ন ?
শান্ত: অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলি আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম ১৩-১৪ টা ইনিংস ফ্রেশ হয়ে আউট হয়েছি। ৩০-৪০ এই ধরনের ইনিংস খেলার পরে আউট হয়েছি। যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরমেটে উচিত না। কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছি। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি। আশা করব যে এ বছরটা চেষ্টা করবো যে আরো কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলছে না। বাট সবাই ওভাবে মেহনত করছে, কষ্ট করছে, চেষ্টা করছে যে কীভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়।
নতুন বছরে কী দেখতে চান ?
শান্ত: আমি ক্যাপ্টেন হিসেবে যেটা চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জিতার জন্য খেলি। এখানে কোন সেলফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগেও বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটাও শুরু হবে আগামীকালকে থেকে এবং আমার মনে হয় যে ওটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশন থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করবো যে যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত ২০-২২ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল খুব বেশি উন্নতি হয়নি সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে।