ঢাকা, ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ইন্দোনেশিয়ার বিপক্ষে আজ বাংলাদেশের ‘দুই চ্যালেঞ্জ’

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাজাখস্তানকে হারিয়ে শুভ সূচনাই করেছে বাংলাদেশ। পুল বি-তে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। আর এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেবল স্বাগতিক ইন্দোনেশিয়া নয়, দলটির কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তিও। অতীতে তিনি ছিলেন বাংলাদেশের কোচ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেও কাজ করেছেন। আশরাফুল-রাকিবুল-মিমোদের শক্তি, দুর্বলতা তার ভালোভাবেই জানা! টুর্নামেন্টের গত চারবারের টানা চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আজ। বাংলাদেশের কোচের দায়িত্বে থাকা মামুনুর রশীদও ভালো করে জানেন গোবিনাথান অতীত জানাশোনা কাজে লাগাতে চাইবেন। তাই ছক কষছেন মামুনুর রশীদও। শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এএইচএফ কাপে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলে জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে ছক পরিকল্পনামাফিক কাজ করেছে বলে আরও আত্মবিশ্বাসী মামুনুর। বাংলাদেশ হকি দলের কোচ বলেন, ‘প্রথম ম্যাচ বলে আমরা কাজাখস্তানের বিপক্ষে শুরুর দিকে ওদেরকে পরখ করে নিতে চেয়েছিলাম। ওরা ইউরোপের ধাঁচে খেলে, দেখতে চেয়েছিলাম ওরা আমাদের সাথে কিভাবে খেলতে চায়। এ কারণে আমরা একটু ধীরে শুরু করেছিলাম।’
জাকার্তায় বৃষ্টির কারণে ৬০ মিনিটের ম্যাচ শেষ হয় দুই ঘণ্টায়। মামুনুর রশীদ বলেন, “বৃষ্টির কারণেও আমাদের খেলায় একটু ছন্দপতন হয়েছিল। কেননা, পানির কারণে মাঠ ভারি হয়ে উঠেছিল, স্টিকের গ্রিপ রাখা যাচ্ছিল না। তবে বৃষ্টির থামার পর আমরা স্বাভাবিক খেলাটা খেলেছি এবং দ্রুত তিন গোল করতে পেরেছি। গোল ব্যবধান না বাড়লেও মোটামুটি পরিকল্পনা অনুযায়ী প্রথম ম্যাচে সবকিছু হয়েছে আমাদের।’
পুল ‘বি’তে ইন্দোনেশিয়ার শুরুটা অবশ্য বাংলাদেশের মতো জয়ের হাসি দিয়ে হয়নি। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ কোচ গোবিনাথান অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন, জানেন মামুনুরও। রোববারের ম্যাচ নিয়ে তাই তিনিও ভাবছেন ভিন্নভাবে।
বাংলাদেশ হকি দলের কোচ বলেন, ‘ইন্দোনেশিয়ার বিপক্ষে আমাদের চ্যালেঞ্জ দুটি। প্রথমত, ওরা স্বাগতিক। যদিও প্রথম ম্যাচে হেরেছে, কিন্তু নিজেদের টার্ফে খেলার বাড়তি সুবিধা ওরা পাবে, ঘুরে দাঁড়াতে চাইবে। দ্বিতীয়ত, ওদের কোচ গোবিনাথান, যে বাংলাদেশের কোচ ছিল, বিকেএসপি’র কোচ ছিল। ফলে, সে আমাদের খেলোয়াড়দের কৌশল, সামর্থ্য সম্পর্কে অনেক জানে। এই জানাটুকু সে আমাদের বিপক্ষেই কাজে লাগাতে চাইবে। এটা খুব বড় বিষয় নয়, তারপরও বিষয়টা মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হবে আমাদের। আজ (শনিবার) রিকভারি করবে ছেলেরা, ভিডিও সেশনও আছে। সেখানেই পরিকল্পনা বুঝিয়ে দেব ছেলেদের।’ কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ও শেষ গোল করেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। ২৪ মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুল এনে দেন প্রথম গোল। ৬ মিনিট পর পেনাল্টি কর্নারে ম্যাচে ফেরে কাজাখস্তান। এ সময় কিছুটা প্রতিরোধ গড়ে তোলে দলটি। কিন্তু ৩৮ মিনিটে ভেঙে যায় সেই প্রতিরোধ। নাইমের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ হয়। পরের মিনিটেই রকিবুলের ফিল্ড গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। ম্যাচের ৪৪ মিনিটে সোহানুর রহমানের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ব্যবধান পৌঁছে ৪-১ এ। ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আসে শেষ গোল। এর আগে টুর্নামেন্টের প্রথম দিনে ‘বি’ গ্রুপে কাজাখস্তান ৩-২ গোলে হারায় শ্রীলঙ্কাকে। একই গ্রুপে ইন্দোনেশিয়ার বিপক্ষে২-১ গোলে জেতে থাইল্যান্ড।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status