ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি

স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি-না, সেটাও বিবেচনাধীন থাকবে বলে মন্তব্য  করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠক শেষে নাহিদ আরও বলেন, মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে, সেই জায়গায় প্রশাসন নিশ্চুপ। সেই বিষয়গুলো আমরা বলেছি। প্রশাসন বিএনপি’র পক্ষে রয়েছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ। এই ধরনের প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে।

প্রশাসন নিরপেক্ষ না হয়ে কারও পক্ষ নিচ্ছে- এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপি’র পক্ষ অবলম্বন করছে। অনেক জায়গায় এবং মাঠপর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি, যদি এ ধরনের একটা প্রশাসন থাকে, তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে।

নাহিদ বলেন, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়েই মূলত কথা হয়েছে। সংখ্যালঘু এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কমিশনে যেসব প্রস্তাব আমরা দিয়েছি সেগুলো বলেছি। আমাদের প্রধান তিনটি দাবি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন, সেসব বিষয়েও বলেছি। আমরা বলেছি ন্যূনতম সংস্কার নয় আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চাই। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি, আমাদের রাজনৈতিক দল কেন, কোন পরিপ্রেক্ষিতে এগিয়ে যাচ্ছে। সংস্কার বিষয়ে সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, সেটি আমরা বলেছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা সেটিতে প্রাথমিক সমর্থন দিয়েছি। কিন্তু কী কী কাজ করে নির্বাচনে যাচ্ছি সেটি বিবেচনাধীন। বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও মুখপাত্র শামান্তা শারমিন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সংস্কার নিয়ে এনসিপির সঙ্গে সম্পূর্ণ একমত।

Wazir
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:০৮ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status