ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

হার্ভার্ড কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে, কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি ট্রাম্পের

মানবজমিন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বলেছেন, বিশ্ববিদ্যালয়টির ক্ষমা চাওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ২ দশমিক ২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দেয়ার একদিন পরেই প্রতিষ্ঠানটিকে এমন হুমকি দিলেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এতে বলা হয়, ২০২৩ সালে হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর ফিলিস্তিনের গাজায় তেল আবিবের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গত বছর যে বিক্ষোভ হয়েছে তার কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। এর মধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিক্ষোভকে আমেরিকাবিরোধী এবং ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছেন ট্রাম্প। এ ছাড়া মার্কসবাদ এবং ‘উগ্র বাম’ মতাদর্শ প্রচারের জন্যও বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ  তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজ প্রশাসনের দাবি মেনে না নেয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর ফেডারেল তহবিল বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন, হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক এবং সন্ত্রাসবাদী ‘অসুস্থতাকে’ উৎসাহিত করে, তাহলে তিনি বিশবিদ্যালয়ের কর-ছাড় সুবিধা বাতিল করার কথা চিন্তা করবেন। তবে কোন প্রক্রিয়ায় এটি করা হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় দেশটির কর বিভাগের অধীনে ফেডারেল আয়কর থেকে ছাড় পায়। বিশ্ববিদ্যালয়গুলো জনগণের শিক্ষার উদ্দেশ্যে পরিচালিত হয় বিধায় তাদের কর-ছাড় সুবিধা দেয়া হয়। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেছেন, ‘মার্কিন ইহুদি শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের ক্যাম্পাসে সংঘটিত বিদ্বেষের’ জন্য হার্ভার্ডকে ক্ষমা প্রার্থী হিসেবে দেখতে চান ট্রাম্প।

হার্ভার্ডসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সংবিধানের নাগরিক অধিকার আইনের ধারা ৬ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন লিভিট। তিনি বলেন, কোনো সম্প্রদায় বা জাতীয় উৎসের ক্ষেত্রে ফেডারেল তহবিল পায় এমন প্রতিষ্ঠানের জন্য এভাবে বৈষম্য করা নিষিদ্ধ। 

বেশ কিছু অধ্যাপক এবং শিক্ষার্থী ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন। তারা মনে করেন, একাডেমিক স্বাধীনতার ওপর অসাংবিধানিক আক্রমণের অজুহাত হিসেবে ফিলিস্তিনপন্থি বিক্ষোভগুলোকে অন্যায়ভাবে ইহুদিবিদ্বেষের সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে। কলাম্বিয়া নিউ ইয়র্ক সিটির একটি বেসরকারি প্রতিষ্ঠান। গত মাসে তাদের ৪০০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের ঘোষণা দেয় ট্রাম্পের প্রশাসন। এতে বিক্ষোভের  ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণের আলোচনায় বসতে সম্মত হয়েছে তারা।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status