ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু সৌদি আরবে

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৬ অপরাহ্ন

mzamin

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীকে প্রবেশের অনুমতি পেতে আবাসিক কর্র্র্মীদের কাছ থেকে ইলেকট্রনিক আবেদন গ্রহণ শুরু করেছে পাসপোর্ট অধিদপ্তর। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্ল্যাটফর্ম-আবশার ও মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেয়া যাবে। ফলে পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর প্লাটফর্ম আবশারের মাধ্যমে আবেদনকারী আভ্যন্তরীণ গৃহকর্মী, নির্ভরশীল ব্যক্তিবর্গ, প্রিমিয়াম আবাসিক অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরা, বিনিয়োগকারীরা, নাগরিকদের মায়েরা এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের অনুমোদন ইস্যু করা হচ্ছে। মুকিম পোর্টালের মাধ্যমে মক্কাভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যক্তি, মৌসুমি ওয়ার্ক ভিসাধারী ব্যক্তিরা ও হজের মওসুমে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি আছে এমন ব্যক্তিদের অনুমতিপত্র দেয়া হয়। ২৩শে এপ্রিল থেকে মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে।

 অনুমতিপত্র ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না। এমন চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ বাসস্থানে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র স্থাপনাগুলোতে ওয়ার্ক পারমিট আছে এমন বাসিন্দারা এর আওতার বাইরে থাকবেন। মক্কা থেকে আবাসিক আইডি কার্ড ইস্যু করা হয়েছে এমন ব্যক্তি এবং যাদের বৈধ হজের অনুমতি আছে, তারা এর বাইরে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯শে এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না । একই দিন থেকে ১০ই জুন পর্যন্ত নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক, বাসিন্দা এবং অন্য ভিসাধারীদের জন্য নুসুক প্লাটফরম ব্যবহার করে ওমরাহ অনুমোদন ইস্যু স্থগিত থাকবে।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status