দেশ বিদেশ
কফি হাউসে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারঢাকার খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে। এই তরুণী খিলগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকেন। গত ১১ই এপ্রিল মারধরের ওই ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার কফি হাউসের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী তরুণীর খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে পরিবারসহ ভুক্তভোগী তরুণী থানায় এসেছিল। সেদিনের ঘটনা পরিবারের সামনেই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনা সম্পর্কে জবানবন্দির জন্য ভুক্তভোগীকে আদালতে পাঠানো হয়।
এর আগে ওসি বলেন, ১১ই এপ্রিল আপন কফি হাউসে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফি হাউসের ব্যবস্থাপক আলামিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফি হাউসে অভিযান চালিয়ে ব্যবস্থাপক আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। ভিডিওতে ওই তরুণীকে লাঠি দিয়ে যাকে পেটাতে দেখা গেছে সে শুভ। ওসি বলেন, গ্রেপ্তারকৃত দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীর আচরণে বিরক্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন। তারা জিজ্ঞাসাবাদে বলেছে মেয়েটির মানসিক সমস্যা আছে। সেদিন গিয়ে বিরক্ত করছিল। তাকে ঢুকতে না করা হচ্ছিল, তারপরেও সে জোর করে ঢুকতে চাচ্ছিল। এজন্য এমন ঘটনা ঘটিয়েছে তারা।
গত ১১ই এপ্রিলের মারধরের ঘটনাটি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে মালিক জিয়াউর রহমান অসুস্থ থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আদালতে পাঠায় পুলিশ। ভুক্তভোগী তরুণীর খোঁজ না মেলায় সোমবার রাতে পুলিশ বাদী মামলা নথিভুক্ত হয় রামপুরা থানায়।
পাঠকের মতামত
I do agree জনাব আশরাফুল আলম - মারের রাইট নাই - আমরা তো শুধু দূর থেকে সংবাদ পড়ি - আশাকরি কর্তৃপক্ষ যথাযথ বিচার করবেন।
জনতার আদালত- টেবিলে টেবিলে টাকা চাইলেই কি তাকে মারতে হবে?? যেখানে অভিযুক্তরা বলছে মেয়েটি ভিতরে ঢুকতে চাইছিল তার মানুষিক সমস্যা সেখানে আপনার কেমন জনতার আদালত রায় দিল মেয়েটি টেবিলে টেবিলে টাকা চেয়ে লোকদের বিরক্ত করছে?? যেখানে তারপরও কাউকে মারার রাইট নাই।
ক্যাফের অন্য customer রা বলছে - টেবিলে টেবিলে গিয়ে টাকা চাচ্ছিল এবং বিরক্ত করছিল
এখানে মালিকের কি দোষ???