ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে আনফ্রেল

স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (অঘঋজঊখ) এর পাঁচ সদস্যের প্রতিনিধিদল। গতকাল কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে ইতিমধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৪টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি। তার ভিত্তিতে ১১টি দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে। যা বাংলাদেশে দীর্ঘমেয়াদে সুষ্ঠু নির্বাচনে ইতিবাচক ভূমিকা পালন করবে। আনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিৎজা রোসেলস্‌ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচি বিষয়ক কনসালটেন্ট মে বতুই ছাড়াও বৈঠকটিতে আরও অংশ নেন- থারিন্ডু অভয়রত্ন, আয়ান রহমান খান এবং আফসানা এমি। অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও বৈঠকে কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status