দেশ বিদেশ
রাজধানীতে ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবক গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবাররাজধানীর শাহ আলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে সাজ্জাদ হোসেন রাব্বি (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাব্বিকে নিয়ে আসা তার বন্ধু শান্ত বলেন, রাব্বি একজন ইন্টারনেট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ওই এলাকার আরেক ব্যবসায়ী মিরাজের সঙ্গে সাজ্জাদের দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে সাজ্জাদ হোসেনকে রাতে শাহ আলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় একা পেয়ে মিরাজ গ্রুপের একজন তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মিরপুরের শাহ আলী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ইন্টারনেট ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।