খেলা
বড় লাফ তাইজুলের
স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। তবে দরের অন্যদের জন্য সুখবর নেই। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের প্রভাব পড়েছে এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বোলিং বিভাগে ১০ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। তবে পিছিয়ে পড়ার সংখ্যাটাই বেশি। লিটন কুমার দাস, মুশফিকুর রহীমদের সঙ্গে জিম্বাবুয়ে সফরে না যাওয়া সাকিব আল হাসানের অবনমন হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হারের পর গতকাল সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যেখানে টানা দুই ফিফটি করেও ব্যাটিং বিভাগে তামিম ইকবাল আগের ১৬ নম্বর অবস্থানেই আছেন। তবে ১৭ থেকে দুই ধাপ পিছিয়ে গেছেন মুশফিক। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে না থাকা লিটন ২৪ থেকে ২৮-এ নেমেছেন। ১ ধাপ পিছিয়ে সাকিবের অবস্থান ৩০ নম্বরে। দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে ১ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে অবস্থান মাহমুদউল্লাহ রিয়াদের। বোলিং বিভাগে আগের মতো ৬ নম্বরেই আছেন মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ নেমে সাকিব রয়েছেন ১৪ নম্বরে। ১৪ থেকে ১৬-তে নেমেছেন মোস্তাফিজুর রহমান। ৪ ধাপ অবনমনে ৩৮ থেকে ৪২-এ আছেন পেসার তাসকিন আহমেদ। ১০ ধাপ এগিয়ে ৮১ থেকে ৭১ নম্বরে উঠে এসেছেন তাইজুল ইসলাম। এদিকে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। উন্নতি হয়েছে মিরাজের। ৭ থেকে ৬-এ উঠে এসেছেন এই ডানহাতি অলরাউন্ডার।