খেলা
শীর্ষে থেকেই ভারতের মুখোমুখি হচ্ছেন বাবর
স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
টি-টোয়েন্টিতে বাবর আজমের শীর্ষস্থান হুমকিতে ফেলে দেন সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বাবরকে টপকে যেতে পারতেন সূর্যকুমার। সিরিজের চতুর্থ ম্যাচে ২৪ রান করে আউট হন তিনি। পঞ্চম ম্যাচে ছিলেনই না একাদশে। সিরিজ শেষে টি-টোয়েন্টির নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে যথারীতি শীর্ষেই পাকিস্তান অধিনায়ক বাবর। দুই নম্বরে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে তার মাঠে দেখা হবে ২৮শে আগস্ট এশিয়া কাপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকান শ্রেয়াস আইয়ার। ৬ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন তিনি। ৭ ধাপ এগিয়ে ঋষভ পন্তের অবস্থান ৫৯ নম্বরে। ভারতের লেগস্পিনার রবি বিষ্ণুইয়ের ৫০ ধাপ উন্নতি হয়েছে। ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০তে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিকস এগিয়েছেন দুই ধাপ (১৩ নম্বর)। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ১০ ধাপ এগিয়ে ১৮তম এবং পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ৭ ধাপ এগিয়ে রয়েছে ২৬ নম্বরে। টি-টোয়েন্টি টিম র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। ইংল্যান্ড দুই আর পাকিস্তানের অবস্থান তিন নম্বরে। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।