বিশ্বজমিন
ইতালি ও ভারত সফরে আসছেন জেডি ভ্যান্স
আলোচনায় থাকবে ভূরাজনৈতিক অগ্রাধিকার
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সস্ত্রীক ইতালি ও ভারত সফরে আসছেন। ১৮ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিল হবে এই সফর। এ সময়ে এ দুটি দেশের সঙ্গে তিনি অভিন্ন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন। ১৬ই এপ্রিল হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ইতালি সফরের সময় রাজধানী রোমে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন জেডি ভ্যান্স। এ ছাড়া ভ্যাটিকান সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পাইত্রো প্যারোলিনের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ভারত সফরের সময় জেডি ভ্যান্স নয়া দিল্লি, জয়পুর এবং আগ্রা পরিদর্শন করার কথা। সফরের এ অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি মিটিং করবেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা জেডি ভ্যান্স ও তার স্ত্রীর।