বিশ্বজমিন
রাশিয়ায় অভিযুক্ত ৪ সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি ফ্রান্সের
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

প্রয়াত নেতা আলেক্সি নাভালনির রিপোর্ট কভার করায় ফ্রান্সের চার সাংবাদিককে আটক করে রাশিয়া। তাদেরকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। বুধবার ওই চার সাংবাদিককে অবিলম্বে মুক্তির দাবিতে রাশিয়াকে তাগিদ দেয় ফ্রান্স। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। উল্লেখ্য, রাশিয়ার কর্তৃপক্ষ নাভালনিকে ‘চরমপন্থি’ হিসেবে আখ্যা দেয়। ২০২৪ সালের ১৬ই ফেব্রুয়ারি আর্কটিকের একটি পেনাল কলোনিতে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পরও ওই রায় বলবৎ আছে। নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থি’ আখ্যা দিয়ে সেগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করে মস্কো। এদিকে দীর্ঘমেয়াদী ওই কারাদণ্ডের নিন্দা করেছে ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন।
দণ্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, আন্তোনিনা ক্রাভতসোভা (৩৫), কনস্টানটিন গ্যাবোভ (৩৮) , সের্গেই ক্যারোলিন (৪২) ও আর্টেম ক্রিগার (২৪)। তারা সবাই নাভানলির বিষয়ে সংবাদ সংগ্রহ করতেন। সাংবাদিকদের বিরুদ্ধে রাশিয়ার কর্তৃপক্ষের এমন পদক্ষেপ ভিন্নমত দমনের প্রক্রিয়ায় নতুন সংযোজন বলে মন্তব্য করেছে ফ্রান্স। সাজাপ্রাপ্ত ওই সব সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি করেছে ফ্রান্স। এছাড়া তথ্য অধিকার বিষয়ে রাশিয়াকে আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানায় ফ্রান্স। উল্লেখ্য, ক্রাতভসোভা স্বাধীন সোটাভিশন সংবাদ মাধ্যমের জন্য কাজ করতেন। বার্তা সংস্থা রয়টার্স ও অন্য বিদেশী সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন গ্যাবভ। ৪২ বছর বয়সী ইসরাইলি নাগরিক ক্যারোলিন বার্তা সংস্থা এপির সঙ্গে কাজ করতেন। সোটাভিশনের জন্য কাজ করতেন সর্বকনিষ্ঠ ক্রিগার।