ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

আইসিইউতে বিমানবালা যৌন নির্যাতনের শিকার

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

mzamin

ভারতের গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে যৌন হয়রানির অভিযোগ করেছেন একজন বিমানবালা। অভিযোগে বলা হয়েছে, তিনি যখন ৬ই এপ্রিল আইসিইউ সাপোর্টে ছিলেন, তখনই এই ঘটনা ঘটানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। পুলিশের তথ্যমতে, ওই বিমানবালা হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর তার স্বামীকে বিষয়টি জানান। পরে তার স্বামী পুলিশে অভিযোগ করেন। এরপরই ১৩ই এপ্রিল বিষয়টি সবার নজরে আসে। ৪৬ বছর বয়সী ওই নারী সদর পুলিশ স্টেশনে এ মর্মে একটি মামলা করেছেন। পুলিশ তা তদন্ত করছে। পুলিশ বলেছে, ওই নারী তার কোম্পানির প্রশিক্ষণ নিতে গুরুগ্রামে গিয়েছিলেন। সেখানে তিনি একটি হোটেলে অবস্থান করছিলেন। এরই মধ্যে এক ঘটনায় পানিতে ডুবে যাওয়ার কারণে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়। তাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ৫ই এপ্রিল তার স্বামী গুরুগ্রামে অন্য একটি হাসপাতালে ভর্তি করেন তাকে। সেখান থেকে ১৩ই এপ্রিল তাকে ছেড়ে দেয় হাসপাতাল।

 ভিকটিম পুলিশে অভিযোগ করেছেন যে- চিকিৎসা চলাকালে ৬ই এপ্রিল তিনি ছিলেন ভেন্টিলেটরে। ওই সময় হাসপাতালের কিছু স্টাফ তাকে যৌন হয়রানি করে। কিন্তু তিনি তখন কথা বলতে পারেননি। তবে ভীষণ ভয় পেয়েছিলেন। ওই সময় তার পাশে ছিলেন দু’জন নার্স। এ মর্মে অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি টিম যায় দ্রুত ওই হাসপাতালে। ঘটনার সময় কে কে দায়িত্বে ছিল তার চার্ট যাচাই করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন অভিযুক্তকে শনাক্ত করতে। পুলিশ বলেছে, তারা শিগগিরই অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করবে এবং তাকে গ্রেপ্তার করবে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status