বিশ্বজমিন
ট্রাম্পের সমালোচনা দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় আলোচনায় বাইডেন
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

ফের যুক্তরাষ্ট্রের জাতীয় আলোচনায় উঠে এসেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল সিকিউরিটি এডমিনিট্রেশেন (এসএসএ) এর ইস্যুতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পকে দেশটির গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর জন্য অভিযোগ করেন ডেমোক্রেট দলের ওই নেতা। জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর এবারই প্রথমবারের মতো জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন তিনি। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, মঙ্গলবার শিকাগোতে প্রতিবন্ধীদের নিয়ে এক সম্মেলনে ভাষণ দিয়েছেন বাইডেন। এ সময় ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি এডমিনিট্রেশেন (এসএসএ)-কে কৌশল হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, ১০০ দিনের কম সময়ের মধ্যে নতুন প্রশাসন এত ক্ষতি ও ধ্বংস সাধন করেছে যা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। বাইডেন বলেন, সোশ্যাল সিকিউরিটি এডমিনিট্রেশেন প্রশাসনের সঙ্গে কৌশল অবলম্বন করছে। তারা প্রায় ৭ হাজার কর্মী ছাঁটাই করেছে। এদের মধ্যে অনেক অভিজ্ঞ কর্মীও রয়েছে। এখন তারা আরও কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। সোশ্যাল সিকিউরিটিকে কেন ট্রাম্প প্রশাসন কৌশল হিসেবে নিয়েছে তা জানতে চেয়ে বাইডেন বলেন, তারা প্রযুক্তিগত স্টার্টআপগুলোর পুরো লাইন অনুসরণ করছে। তাদের নীতি দ্রুত এগিয়ে যাও, ভেঙে ফেলো। তারা অবশ্যই সব ভেঙে ফেলছে। বাইডেন বলেন, তারা প্রথমে গুলি করছে পরে লক্ষ্য নির্ধারণ করছে। তিনি এসএসএ-এর সাবেক কমিশনার মার্টিন ও’ম্যালির কড়া সমালোচনা করেন। তাকে উদ্ধৃত করে বাইডেন বলেন, তারা বিনাশ করতে চায়- সুতরাং তারা এটিই করছে।