বিশ্বজমিন
ইসরাইল-আমেরিকান জিম্মি আলেকজান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন: হামাস
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০১ অপরাহ্ন

গাজার ভেতরে ইসরাইল-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে আটক রাখা যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাস। সম্প্রতি ওই জায়গায় হামলা চালিয়েছে ইসরাইল। এর পর থেকেই তারা তাদের খোঁজ পাচ্ছে না বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ওই সংগঠন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, মঙ্গলবার হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেন, আলেকজান্ডারকে যে দলের কাছে বন্দি রাখা হয়েছিল, সেই দলের অবস্থানে সরাসরি হামলার পর থেকে আমরা তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি।
আলেকজান্ডার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা। সেখানে পড়াশুনা শেষ করে ইসরাইলি বাহিনীতে যোগ দিয়েছিলেন ২১ বছর বয়সী ওই তরুণ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস তাকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। তার মুক্তি নিয়ে বেশ আলোচনা চলছে। এর আগে দাবি করা হয়েছিল তাকে হামাস হত্যা করেছে। কিন্তু কিছুদিন আগে এক ভিডিও বার্তায় হামাস প্রকাশ করেছে যে আলেকজান্ডার এখনও বেঁচে আছেন। তবে মঙ্গলবার হামাস জানিয়েছে, আলেকজান্ডারকে যে দলের কাছে আটক রাখা হয়েছিল সেখানে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইল। এরপর থেকে দলটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। যদিও গাজার ঠিক কোন জায়গায় আলেকজান্ডারকে আটক রাখা হয়েছে তা স্পষ্ট করেনি হামাসের মুখপাত্র। ইসরাইলের ওই হামলার পর এক ভিডিও বার্তায় জিম্মিদের পরিবারগুলোকে সতর্ক করে হামাস বলেছে, তোমাদের শিুশুরা কালো কফিনে ফিরবে, তোমাদের সেনার ছুরিতে ছিন্নভিন্ন অবস্থায়। গাজায় জিম্মিদের মৃত্যুর জন্য এর আগেও ইসরাইলকে দায়ী করেছে হামাস। তবে একটি ঘটনা স্বীকার করেছে যে একজন রক্ষী জিম্মিকে হত্যা করেছে। তবে এটি হামাসের কোনো নির্দেশনা ছিলনা।