ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাজেট কাটছাঁটের পরিকল্পনা করছেন ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

mzamin

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাজেট কাটছাঁটের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচি ও দূতাবাস বন্ধ করে বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা করা হচ্ছে। সামনে এ বিষয়ে প্রস্তাব পেশ করবে ট্রাম্পের প্রশাসন। সেখানে বৈশ্বিক কূটনৈতিক কার্যক্রমে নজিরবিহীন কাটছাঁটের প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এতে বলা হয়, মার্কিন পরাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের ব্যয় সংকোচনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘ ও ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থার জন্য যুক্তরাষ্ট্রের তহবিল কার্যত সম্পূর্ণ বাতিল করার কথা উল্লেখ রয়েছে প্রস্তাবিত ওই পরিকল্পনায়। এছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির তহবিলও কাটছাঁটের কথা বলা হয়েছে, যার মধ্যে ফুলব্রাইট প্রোগ্রামের মতো অধিক পরিচিত বৃত্তি। 
এই পরিকল্পনার পেছনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সরকারি ব্যয় কমানো ও বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হ্রাস করার বৃহত্তর লক্ষ্য রয়েছে। তবে এই প্রস্তাবিত কাটছাঁটকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে মার্কিন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। রাশিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল এটিকে ‘চীনা কমিউনিস্ট পার্টির জন্য বিশাল উপহার’ বলে মন্তব্য করেছেন।
 

পাঠকের মতামত

দেশ কে রসাতলে পাঠাবে । সব আত্মসাৎ করে পদ ও ছেড়ে দিবে । তার সব ব্যবসা ধান্ধা বাজার আয়ের। এ ব্যাপারে পারদর্শী ট্রাম্প।

Kazi
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২:৩৩ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status