অনলাইন
বাংলাদেশ ডে প্যারেড
নিউ ইয়র্ক যেন এক টুকরো বাংলাদেশ
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
(১ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা। রোববার বাংলাদেশ সোসাইটি ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের উদ্যোগে প্রায় অর্ধ শতাধিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প্যারেড। লাল সবুজ পতাকা হাতে কয়েক হাজার প্রবাসীর সরব উপস্থিতিতে নিউ ইয়র্ক যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।
প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে বৃহৎ আকারে তুলে ধরার পাশাপাশি দেশীয় শিল্প সংস্কৃতিকে মূলধারার সামনে তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। শুধু নিউ ইয়র্ক নয়, আশপাশের বিভিন্ন স্টেট থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন নজর কেড়েছে নিউ ইয়র্কবাসীর।
সকালে প্যারেডের উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। এ সময় তিনি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। মেয়রের অফিস সবসময় বাংলাদেশিদের জন্য উন্মুক্ত বলেও জানান তিনি ।
প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার অনেক সড়ক বন্ধ করে দেয়া হয়। পায়ে হেঁটে, ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষীর মানুষও অংশ নেয়। নিউ ইয়র্ক পুলিশের ব্যান্ডদল এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতি নজর কেড়েছে সবার ।
এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত অনেকে। ছিলো নতুন প্রজন্মের চোখে ভালোলাগায় বিস্ময়ও। আমেরিকায় জন্ম নেয়া কিশোরী নাসরিন খান জানায়, বাবা-মায়ের সঙ্গে ডে প্যারেডে এসে সে যেন বাংলাদেশেই চলে এসেছে। এই অনুভূতি ভালোবাসার, এই অনুভূতি প্রকাশ করার মতো নয় ।
নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর এবং বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পদে থাকা খন্দকার আব্দুল্লাহ মানবজমিনকে জানান, বহুজাতি গোষ্ঠীর কেন্দ্রস্থল নিউ ইয়র্কে বাংলাদেশি প্যারেড দেশের পরিচয়কে আরও বেশি তুলে ধরেছে।
বহুজাতি ও সংস্কৃতির শহর নিউ ইয়র্কে প্রিয় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কমিউনিটিকে সুসংহত এবং সম্প্রীতি বৃদ্ধি করতে এই ডে প্যারেডের আয়োজন বলে জানান বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম। সংস্কৃতি আর ঐতিহ্য ধারণ করা সব জনপ্রিয় গান দিয়ে মাতিয়ে রাখেন সংগীতশিল্পীরা।
বাংলাদেশ ডে প্যারেডে চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, আনিসুর রহমান মিলন, চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশিষ বিশ্বাস, কণ্ঠশিল্পী প্রতীক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় অর্ধশত সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেডে গ্র্যান্ড মার্শাল, মার্শালসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ সোসাইটির পক্ষ হতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন পর্বে স্থানীয় প্রতিনিধি, কমিউনিটি নেতাসহ বিশিষ্টজনরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।