অনলাইন
বাংলাদেশের হাজার হাজার মানুষ তীব্র পানি সংকটের সম্মুখীন
মানবজমিন ডিজিটাল
(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন
বাংলাদেশের কিছু অংশে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। যার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ খাবার পানি পাচ্ছেন না। বাংলাদেশের ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে পানির অভাব দেখা দিয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে এবং কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উপকূলীয় জেলা জুড়ে ১.৬৭ লক্ষেরও বেশি নলকূপ শুকিয়ে গেছে। ফেনী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (ডিপিএইচইডি) জানিয়েছে যে ভূগর্ভস্থ পানির স্তর উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় ১,৬৭,৩৮৬টি নলকূপে পানি অনুপলব্ধ। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইউএনবি জানিয়েছে, জেলার বেশ কয়েকটি উপজেলায় সংকট আরও গভীর হয়েছে যেখানে প্রায় ৭০ শতাংশ নলকূপ থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।এই সংকটের কারণে, স্থানীয়রা পুকুর এবং খালের অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। যার ফলে ডায়রিয়া এবং অন্যান্য পানি বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক জানাচ্ছেন, ‘নলকূপ, পুকুর বা খালে পানি নেই। বৃষ্টিই একমাত্র সমাধান।’ নিবন্ধিত ৩৬,৮১১ টি নলকূপের মধ্যে ৯,৮৭১ টি দীর্ঘ সময় ধরে কাজ করছে না। আর বাকি প্রায় অর্ধেক নলকূপ শুকিয়ে গেছে, পানি পাওয়ার সুযোগ নেই। এর সাথে বেসরকারিভাবে স্থাপিত দুই লক্ষ অগভীর নলকূপের ৫০ শতাংশ থেকে নিরাপদ পানি মিলছে না। ফুলগাজী উপজেলায় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। শরীফপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা কুলসুম আক্তার শরীফা বলেন, ১১টি পরিবারের মধ্যে পাঁচটির কাছে গভীর নলকূপ আছে, কিন্তু নিরাপদ পানির কোন ব্যবস্থা নেই। খাবার এবং রান্নার জন্য পানি সংগ্রহ করতে গিয়ে আমরা ভীষণ কষ্ট পাচ্ছি। দূরবর্তী কোনো উৎস থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। 'আরেকজন বাসিন্দা বলেন যে তার গ্রামের ৩৫টি গভীর নলকূপের একটিও কাজ করছে না। ওই বাসিন্দা জানাচ্ছেন, আমাদের ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডেই এটি বাস্তব চিত্র । আমাদের কাছে খাবার জন্য নিরাপদ পানি নেই। 'গত মাসে, দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ক্রমবর্ধমান পানি সংকটের মুখোমুখি হচ্ছে। শহরাঞ্চল এবং প্রত্যন্ত গ্রাম উভয় ক্ষেত্রেই চিত্রটা একই ।
সূত্র : ন্যাশনাল হেরাল্ড
পাঠকের মতামত
এই মুহূর্তে ফেনী নদীর পানি উত্তোলনে ফ্যাসিস্ট সরকারের ভারতকে দেয়া অনুমতি বাতিল করা হোক।