শেষের পাতা
নারায়ণগঞ্জে দুই নারী ও শিশুর বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১২ এপ্রিল ২০২৫, শনিবার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় একই পরিবারের দুই নারী ও এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- স্বপ্না (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ৪ বছরের শিশু আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া বড়বাড়ির পুকুর পাড় বাড়ির আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় তাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে মো. ইয়াসিন (২৫) একজনকে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। এবং নিহত লামিয়া আক্তারের স্বামী ও শিশু আব্দুল্লাহর বাবা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা এখনকার স্থানীয় বাসিন্দা। তারা ওই এলাকার খলিলুল রহমান মিয়ার ভাড়া বাড়িতে থাকতো। চারদিন ধরে তারা নিখোঁজ ছিল। নিখোঁজের পর থেকে খোঁজ না পেলেও শুক্রবার দুপুরে নিজ বাড়ির পুকুর পাড়ের পাশে লাশের হাত দেখতে পায় ও দুর্গন্ধ বের হয়। পরে সেখানে মাটি খুঁড়ে তাদের খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ শুরু করে নিহত লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে আটক করে।
নিহতের বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা এতিম। তাদের বাবা-মা অনেক আগেই মারা গেছেন। আমার বোনের ছোট মেয়ে লামিয়া আক্তার প্রেম করে বিয়ে করে। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। আর লামিয়ার বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। তাই তারা কিছুদিন ধরে একসঙ্গে বসবাস করছিল। গত চারদিন ধরে তারা তিনজন নিখোঁজ ছিল। দুপুরে এসে তাদের লাশ দেখতে পাই।
তিনি আরও বলেন, লামিয়ার স্বামী ইয়াসিন একজন বখাটে ও মাদকাসক্ত। তাদের সংসারে প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, ইয়াসিন একজন মাদকসেবী। পারিবারিক কলহের জেরে ইয়াসিন তার স্ত্রী লামিয়া আক্তার ও ছেলে আব্দুল্লাহকে এবং স্ত্রীর বড় বোন স্বপ্নাকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সিদ্ধিরগঞ্জে খণ্ড বিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। এই ঘটনায় নিহত লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।