বাংলারজমিন
ঈদ পরবর্তী অতিরিক্ত ভাড়া আদায়ে
ফেনীতে ১৬ মামলায় ৪২ হাজার টাকা অর্থদণ্ড
ফেনী প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৫, রবিবারফেনীতে ঈদুল ফিতর পরবর্তী গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়ে ও শহরের যানজট নিরসনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালসহ শহরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় গণপরিবহনে অতিরিক্ত দামে টিকিট বিক্রয় না করা, যাত্রীদের হয়রানি বন্ধ করাসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিষয়ে বাস কাউন্টারসমূহ পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বাস স্ট্যান্ড, ফেনী শহরের বিভিন্ন সড়ক ও ছাগলনাইয়া উপজেলার সড়কের দিনব্যাপী পরিচালিত আভিযানে অংশ নেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আলাউদ্দিন, রুম্পা ঘোষ, আশোক বিক্রম চাকমা, তানভীর আহমেদ, সোভিক রায় এবং ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। ৬টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬টি মামলায় ১৬ জন ব্যক্তিকে ৪১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকবৃন্দ। অভিযানে বাস কাউন্টারে টিকিটের মূল্যবৃদ্ধি রোধের পাশাপাশি সড়কে অবৈধভাবে উল্টোপথে যানবাহন চালানোয় একাধিক গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে গণউপদ্রব সৃষ্টি করায় অভিযুক্তদের অর্থদণ্ড প্রদান করা হয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, অতিরিক্ত দামে টিকিট বিক্রির দায়ে বিভিন্ন বাস কাউন্টারকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেবিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।