বাংলারজমিন
মেহেরপুর আওয়ামী লীগ সম্পাদক গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৫, রবিবার
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, এমএ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত বছরের ২৪শে অক্টোবর আটক হয়েছিলেন এমএ খালেক। জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে বসবাস করছিলেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
১
লোহাগাড়া ট্রাজেডি/ না ফেরার দেশে প্রেমাও, বেঁচে রইলো না পরিবারের কেউই
১০