ঢাকা, ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই

মজুত পরিস্থিতি সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৬ এপ্রিল ২০২৫, রবিবারmzamin

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের যে মজুত রাখতে হয়, সে মজুত পরিস্থিতির দিক থেকে আমরা সন্তোষজনক অবস্থানে আছি। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। গত আমন ফসলের সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার জন্য আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। সে ঘাটতি পূরণের জন্য বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সে আমদানি প্রক্রিয়া এখনো চলমান আছে। আমাদের মজুত পরিস্থিতি চাল এবং গম দুটো মিলেই ভালো আছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বোরো ফলন পরিস্থিতি সরজমিন পরিদর্শনের আগে ভাতশালা এলাকায় জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, হাওরে খাদ্য উৎপাদন আমি যতটুকু দেখেছি, অত্যন্ত আশাব্যঞ্জক। অনেক জায়গায় দুয়েকদিনের মধ্যে বোরো ধান কাটা শুরু হয়ে যাবে। পহেলা বৈশাখ থেকে ব্যাপকভাবে কাটা শুরু হবে। এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক ও জিরাতিরা হলো দেশ উন্নয়নের প্রথমসারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফলন ফলায়, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান হয়। উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ সময় হাওরের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা, সার ও বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগুলোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উপস্থিত কৃষকসহ সবাইকে আশ্বস্ত করেন। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার হাওরের খালবিল ও নদ-নদী শুকিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, শুধু হাওর নয় মেঘনাসহ বড় বড় নদীগুলোও আজ নাব্য সংকটে ভুগছে। হাওরের খালবিলগুলো শুকিয়ে যাচ্ছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে খাল খনন করা সম্ভব। আর বড় নদ-নদীগুলো খনন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাদ্য উপদেষ্টা আরও বলেন, হাওর এলাকায় এখন কৃষকরা কেবল ধান নয়, ধানের পাশাপাশি ভুট্টা, সবজি, হাঁস-মুরগি পালন, মাছচাষসহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কাজেই হাওর বিপুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাওরের যোগাযোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। মতবিনিময়ের সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার জিরাতিদের কাছে তাদের সমস্যাগুলো জানতে চান। এ সময় বেশ কয়েকজন জিরাতি কৃষক তাদের সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট, সুপেয় পানির অভাব নিয়ে কথা বলেন। তখন জেলা প্রশাসককে এগুলো দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন উপদেষ্টা। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহান, কৃষি অফিসার অভিজিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status