বাংলারজমিন
লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৫, রবিবার
লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাঙ্গলবন্দে স্নান এলাকায় পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ রাজঘাটে গিয়ে আগত পুণার্থীদের খোঁজখবর নেন। স্নানোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ মহাপরিদর্শক একেএম আওলাদ হোসেন, লাঙ্গলবন্দ স্নানোৎসব উদ্যাপন কমিটির প্রধান উদেষ্টা নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, স্নানোৎসব উদ্যাপন কমিটির উপদেষ্টা জয় কে রায় চৌধুরী, লাঙ্গলবন্দ স্নানোৎসব কেন্দ্রীয় কমিটির সভাপতি শিপন সাহা, সাধারণ সম্পাদক তাপস কর্মকার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা প্রমুখ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ লাঙ্গলবন্দ স্নানোৎসব শনিবার রাতে সম্পন্ন হয়েছে।