বাংলারজমিন
চট্টগ্রাম বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৬ এপ্রিল ২০২৫, রবিবারচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণালংকার, মোবাইলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম বিমানবন্দর মোড় চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন গাড়ি তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশি সিগারেটসহ প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঘটনাস্থল থেকে মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪) ও মো. নাইমুল হককে (২০) আটক করা হয় এবং তাদের হেফাজত হতে ১ কোটি ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক অপর সহযোগী আসামি মো. মনির আহমেদকে (৪৮) বিমানবন্দরের সামনে ১৫ নম্বর ঘাট এলাকা হতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।